অষ্টম শ্রেণির পড়াশোনাঃ বিষয়-ইসলাম ও নৈতিক শিক্ষা (বহুনির্বাচনি) [ Class 8 Subject: Islam MCQ Questions ]
বিষয়-ইসলাম ও নৈতিক শিক্ষা (বহুনির্বাচনি)
সময়-৩০মিনিট পূর্ণমান -৩০
[বিঃদ্রঃ সরবরাহকৃত বহুনির্বাচনি
অভীক্ষার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে সঠিক উত্তরের বর্ণটি কালো
কালির বলপয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর।সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের
মান-১]
১. আসমানি কিতাব নাযিল হয়েছে কেন?
ক) মানুষের কল্যানের জন্য
খ) বিজ্ঞানের আবিষ্কারের জন্য
গ) দার্শনিক তত্ত্ব উপস্হাপনের জন্য
ঘ) বিজ্ঞান আধ্যাত্মিক ক্ষমতা দানের জন্য
২. আকাইদ কোনটির সাথে সম্পর্কিত?
ক) বিশ্বাসের সাথে খ) কর্মের সাথে
গ) বিশ্বাস ও কর্মের সাথে ঘ) ইসলামের সাথে
৩. বলুন,হে মানুষ আমি তোমাদের সকলের জন্য
আল্লাহর রাসূল হিসেবে এসেছি।'এই আয়াত দ্বারা
কি বুঝানো হয়েছে?
ক) মুহাম্মদ (সঃ) সমগ্র বিশ্বের নবি
খ) মুহাম্মদ (সঃ) শেষ নবি
গ) মুহম্মদ (সঃ) সমগ্র আরবের নবি
ঘ) মুহাম্মদ (সঃ) নবি ও রাসূল
৪.দোযখিদের পানীয় কি হবে?
ক) কাঁটাযুক্ত যাক্কুম খ) উত্তপ্ত রক্ত ও পুঁজ
গ) কাঁটাযুক্ত বৃক্ষের রস ঘ) কোনটিই নয়
৫. বারযাখ হলো-
i.কবরের জীবন
ii.কিয়ামত পরবর্তী জীবন
iii.আখিরাতের প্রথম পর্যায়
নিচের কোনটি সঠিক?
ক) i,ii খ) ii, iii গ) i,
iii ঘ) i,ii
ও iii
অষ্টম শ্রেণির পড়াশোনাঃ বিষয়-ইসলাম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল)
৫.কাজে-কর্মে,কথাবার্তায়,নীতি ও আদর্শের অনুসরণই হলো-
ক) ইমান খ) আকাইদ
গ) আখলাক ঘ) নৈতিকতা
৬.আলী মিয়া সেচ ব্যবস্থায় চাষাবাদ করে ২০০মণ ধান পেল। তাকে কত মণ ফসল যাকাত দিতে হবে?
ক) ২০ মণ খ) ১৫ মণ
গ) ১০ মণ ঘ) ৫ মণ
৭. জনাব জামাল বৃষ্টির পানি দ্বারা ফসল ফলান। তিনি কতটুকু যাকাত দিবেন?
ক) দশ ভাগের এক ভাগ
খ) বিশ ভাগের এক ভাগ
গ) চল্লিশ ভাগের এক ভাগ ঘ) একশত ভাগের আড়ই ভাগ
৮. বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় হজের মৌসুমেকীসের চেতনায় উদ্দীপ্ত হয়ে
ওঠেন?
ক) ধর্মীয় ও নৈতিক চেতনায় খ) ভ্রাতৃত্বের চেতনায়
গ) ঐক্য ও সম্প্রীতির চেতনায় ঘ) সাম্যের চেতনায়
৯. সাই শব্দের অর্থ কী?
ক) কংকর নিক্ষেপ খ) চলাফেরা।
গ) দৌড়ানো
ঘ) হাঁটা
১০. মহিলা হাজিদের জন্য সফর সঙ্গী হবেন-
ক) স্বামী খ) দেবর
গ) ননদ ঘ) শাশুড়ী
১১.হজ কোন ধরনের ইবাদত?
ক) নৈতিক ও আর্থিক খ) শারীরিক ও নৈতিক
গ) আর্থিক ও নৈতিক ঘ) আর্থিক ও শারীরিক
১২. তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই উত্তম যে কুরআনশিখে এবং অপরকে শিক্ষা দেয়।” কোন
হাদিসগ্রন্থের বাণী?
ক) বুখারি খ) মুসলিম
গ) মুয়াত্তা ঘ) ইবনে মাজাহ
১৩. মাদানি সূরার সংখ্যা কতটি?
ক) ২৮টি
খ) ২৯টি
গ) ৩০টি
ঘ) ৩১টি
১৪. সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত কোনটি?
ক) হজ খ) রোজা
গ) কুরআন তিলাওয়াত ঘ) দান খয়রাত
১৫. প্রথম আসমানের নাম কী?
ক) বায়তুল ইযযাহ খ) বায়তুল হিকমা
গ) বাইতুল মামুর ঘ) লওহে মাহফু্য
১৬.আল্লাহ তায়ালা কুরআন মজিদ নাজিল করেছেন-
i.মানুষকে সঠিক পথ দেখানোর জন্য
ii.শুধু কাফির মুশরিকদের হিদায়েতের জন্য
iii.বিশ্বের সর্বকালের সকল মানুষেরহিদায়েতের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i,ii খ) ii, iii গ) i, iii ঘ) i,ii
ও iii
১৭.গির্জা নির্মাণে আবরাহার মধ্যে কাজ করেছিল-
i.প্রতিহিংসা
ii.আধ্যাত্মিকতা
iii.অহংকার
নিচের কোনটি সঠিক?
ক) i,ii খ) ii, iii গ) i, iii ঘ) i,ii
ও iii
১৮. বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়ে বশিরসাহেব একজন মুসলিম স্বর্ণকারকে ভাই
বলে।তিনি কোন প্রকার ভ্রাতৃত্বের দাবি করেছেন?
ক) ঔরসজাত ভ্রাতৃত্ব খ) বিশ্ব ভ্রাতৃত্ব
গ) ইসলামি ভ্রাতৃত্ব ঘ) সহোদর ভ্রাতৃত্ব
১৯. কোনটি বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখে?
ক) যাকাত খ) আকিকা
গ) কুরবানি ঘ) হজ্জ
২০.রাসুল (স.) বলেছেন, তোমরা প্রত্যেকেই
আদম (আ.) থেকে এবং আদম (আ.) মাটি হতেসৃষ্ট- বাণীটির মাধ্যমে প্রতিফলিত হয়েছে-
ক) ঔরসজাত ভ্রাতৃত্ব খ) ইসলামি ভ্রাতৃত্ব
গ) আন্তরিক ভ্রাতৃত্ব ঘ) বিশ্বভ্রাতৃত্ব
২১. মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারতস্বরূপ-
এখানে কী বুঝানো হয়েছে?
ক) পরমতসহিষ্ণুতা খ) ধৈর্য
গ) সমাজসেবা ঘ) ঘ)সহিষ্ণুতা
২২. পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার
সম্পর্ককে কী বলে?
ক) দেশপ্রেম খ) ভ্রাতৃত্ব
গ) সহিষ্ণুতা ঘ) সমাজসেবা
২৩. পুরান ঢাকায় আগুন লাগলে জনাব আব্দুলকাদির আগুন নেভাতে গিয়ে নিজের জীবনদেন।
তার এ আত্মত্যাগে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক) দেশপ্রেম
খ) ভ্রাতৃত্ব
গ) সমাজসেবা ঘ) বীরত্ব
২৪.'হুব্বুল ওয়াতান' শব্দের অর্থ কোনটি?
ক) মাতৃভূমি
খ) দেশপ্রেম গ) প্রবাসী ঘ) দেশবাসী
২৫. ইউরোপ প্রবাসী মাজেদ সাহেব দেশেরপ্রাকৃতিক সৌন্দর্য স্মরণ করে কবিতা
আবৃত্তিকরেন। তাঁর এ কাজটি কার কাজের সাথেসামঞ্জস্যপূর্ণ?
ক) রাসুলুল্লাহ (স.) খ) হযরত বিল্লাল (রা.)
গ) হযরত আয়েশা (রা.)
ঘ) হযরত রাবেয়া বসরি (রাঃ)
অষ্টম শ্রেণির পড়াশোনাঃ বিষয়-ইসলাম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল)
২৬. বিদায় হজের ভাষণের শিক্ষা-
i.দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করা
ii.স্ত্রীদের অধিকার আদায় করা
iii.বংশ মর্যাদার গৌরব করা
নিচের কোনটি সঠিক?
ক) i,ii খ) ii, iii গ) i, iii ঘ) i,ii
ও iii
২৭) হযরত ঈসা (আ.)-এর অলৌকিক ক্ষমতার
অন্তর্ভুক্ত-
i.যক্ষ্মা রোগীকে আরোগ্য করা
ii.মৃতকে জীবিত করা
iii.জন্মান্ধকে চক্ষুদান করা
নিচের কোনটি সঠিক?
ক) i,ii খ) ii, iii গ) i, iii ঘ) i,ii
ও iii
*নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নেরউত্তর দাও :
মায়মুনার চরিত্র নিয়ে কিছু বখাটে লোক সমাজে দুর্নাম রটায়। পরে প্রমাণিত হয়।মায়মুনারচরিত্রে কোন প্রকার
খারাপ বৈশিষ্ট্য নেই।
২৮.কোন মহীয়সী নারীর ঘটনার সাথে মায়মুনার ঘটনার মিল আছে?
ক) আছিয়া (রা.)-এর
খ) আমিনা (রা.)-এর
গ) আছমা (রা.)-এর
ঘ) আয়িশা (রা.)-এর
২৯. মায়মুনার ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণঐতিহাসিক ঘটনাটির প্রভাব পড়েছিল-
ক) মহানবি (স.)-এর জীবনে
খ) আসমা (রা.)-এর জীবনে।
গ) উমর (রা.)-এর জীবনে
ঘ) উসমান (রা.)-এর জীবনে
৩০. জনাব জসিম এলাকার চেয়ারম্যান হয়েই প্রথম ভাষণে সর্বদা অন্যেরঅমানত
রক্ষার ও পাপ কাজ হতে বিরত থাকার উপদেশ দেন। তার এ বক্তব্যের মিল রয়েছে-
ক) হযরত মুসা (আ.)-এর
খ) হযরত সুলায়মান (আ.)-এর
গ) হযরত উমর বিন আব্দুল আজিজ (র.)-এর
ঘ) হযরত মুহাম্মদ (স.)এর
Class Eight Math Questions with Solutions
Post a Comment