অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয়ঃ বাংলা নির্মিতি অংশ ( Class 8 Bangla 2nd Paper )

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয়ঃ বাংলা নির্মিতি অংশ ( Class 8 Bangla 2nd Paper ) 

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয়ঃ বাংলা নির্মিতি অংশ ( Class 8 Bangla 2nd Paper )

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয়ঃ বাংলা নির্মিতি অংশ ( Class 8 Bangla 2nd Paper ) 

 নির্মিতি অংশ-৩০
৭। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ৫


ক) সারাংশ লেখ :

বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে ‘বাঙালির বাংলা’ সেদিন তারা অসাধ্য সাধন করবে। বাঙালির মতো জ্ঞান-শক্তি ও প্রেম-শক্তি (ব্রেন সেন্টার ও হার্ট সেন্টার) এশিয়ায় কেন, পৃথিবীতে কোনো জাতির নেই। কিন্তু কর্ম-শক্তি একেবারে নেই বলেই তাদের এই দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। 

তাদের কর্ম-বিমুখতা, জড়তা, মৃত্যুভয়, আলস্য, তন্দ্রা, নিদ্রা, ব্যবসা- বাণিজ্যে অনিচ্ছার কারণ। তারা তামসিকতায় আচ্ছন্ন হয়ে চেতনা-শক্তিকে হারিয়ে ফেলেছে। এই তমঃ, এই তিমির, এই জড়তাই অবিদ্যা। অবিদ্যা কেবল অন্ধকার পথে ভ্রান্তির পথে নিয়ে যায়; দিব্যশক্তিকে নিস্তেজ, মৃতপ্রায় করে রাখে।


অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয়ঃ বাংলা নির্মিতি অংশ ( Class 8 Bangla 2nd Paper ) 


অথবা

খ) সারমর্ম লেখ :


এই যে বিটপি-শ্রেণি হেরি সারি সারি-

কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি!

কেহ বা সরল সাধু-হৃদয় যেমন,

ফল-ভরে নত কেহ গুণীর মতন।

এদের স্বভাব ভালো মানবের চেয়ে,

ইচ্ছা যার দেখ দেখ জ্ঞানচক্ষে চেয়ে

যখন মানবকুল ধনবান হয়,

তখন তাদের শির সমুন্নত রয়।

কিন্তু ফলাশালী হলে এই তরুগণ,

অহংকারে উচ্চশির না করে কখন ।

ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত,

নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত


অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয়ঃ বাংলা নির্মিতি অংশ ( Class 8 Bangla 2nd Paper ) 



৮। যেকোনো ১টি ভাবসম্প্রসারণ কর : ৫

ক) করিতে পারিনা কাজ

সদা ভয়, সদা লাজ

সংশয়ে সংকল্প সদা টলে

পাছে লোকে কিছু বলে।

অথবা

খ) বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয়ঃ বাংলা নির্মিতি অংশ ( Class 8 Bangla 2nd Paper ) 



৯। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ৫

ক) তোমার বন্ধুর মা হঠাৎ মারা গেছেন। তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখ।

অথবা



খ) মনে কর, তোমার বাবা একটি ব্যাংকে চাকরি করেন।সম্প্রতি তোমার বাবা বদলি হয়েছে। তাই তোমাকেও তার সাথে চলে যেতে হবে। এজন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন কর। ১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয়ঃ বাংলা নির্মিতি অংশ ( Class 8 Bangla 2nd Paper ) 


১০। যে-কোন একটি বিষয় প্রবন্ধ রচনা কর :

ক) অধ্যবসায় খ) দৈনন্দিন জীবন ও বিজ্ঞান গ) ষড়ঋতু

Read More - Class 8 Bangla MCQ

Post a Comment

0 Comments