Header Ads Widget

ইসলামিক প্রশ্ন ও উত্তর PDF । ইসলামিক কুইজ । Islamic Quiz Bangla

ইসলামিক প্রশ্ন ও উত্তর PDF । ইসলামিক কুইজ । Islamic Quiz Bangla

Related Searches for
ইসলামিক স্ট্যাটাস পিকচার, ইসলামিক প্রশ্ন ও উত্তর pdf, ইসলামিক প্রশ্ন ও উত্তর, islamic quiz bangla, ইসলামিক কুইজ, ইসলামিক কুইজ pdf, ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর pdf, islamic question and answer bangla, ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর pdf, ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর,

মুহাম্মদ  সাঃ এর জন্ম ও বংশ পরিক্রমা

ইসলামিক প্রশ্ন ও উত্তর PDF । ইসলামিক কুইজ । Islamic Quiz Bangla

 মুহাম্মদ  সাঃ এর জন্ম ও বংশ পরিক্রমা



প্রশ্ন-১. মুহাম্মদ সাঃ কখন জন্মগ্রহণ করেন?
 
উত্তর :৫৭০ খ্রিস্টাব্দে ২২ এপ্রিল মােতাবেক ৯ রবিউল আউয়াল রােজ সােমবার তিনি জনুগ্রহণ করেন।


প্রশ্ন-২, তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
 
উত্তর : মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন।


প্রশ্ন-৩, কেন ঐ বছরটিকে “আমূল ফীল” বা হস্তীবাহিনীর বহর বলা হয়?
 
উত্তর : ঐ বছর ইয়ামেনের বাদশাহ আবরাহা কা'বা শরীফ ধ্বংস করার জন্য এবং আরবের হজ্বযাত্রীদের ভীত-সন্ত্রস্ত করার উদ্দেশ্যে হস্তীবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করে। আর এ জন্য ঐ বছরটিকে “আমূল ফীল” বা হস্তীবাহিনীর বছর বলা হয়।

আরো পড়ুন- ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর ২০২৩


প্রশ্ন-৪. আবরাহা এবং তার সৈন্যবাহিনী কীভাবে ধ্বংস হলাে?
 
উত্তর : আল্লাহ তা'আলা ঝাঁকে ঝাঁকে পাখিদের ঠোটে ও পায়ে পাথর কণা দিয়ে পাঠালেন। তারা সেনাদলের ওপর পাথর বর্ষণ করতে লাগলাে। আর এভাবে পাথর বর্ষণ করে হস্তীবাহিনী ধ্বংস করা হল। (১০৫ সূরা ফীল)
 

ইসলামিক প্রশ্ন ও উত্তর PDF । ইসলামিক কুইজ । Islamic Quiz Bangla


প্রশ্ন-৫. রাসূল সাঃ-এর পিতার নাম কী?
উত্তর : আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব।


প্রশ্ন-৬. তাঁর মা তাঁকে কোথায় নিয়ে গিয়েছিলেন?

উত্তর : তাঁর মা তাঁকে নিয়ে মদিনায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।


প্রশ্ন-৭, কোথায় এবং কখন রাসুল সাঃ এর পিতা ইন্তিকাল করেন?
উত্তর : মুহাম্মদ সাঃ এর জন্মের পূর্বে তিনি ইয়াসরিবে ইন্তিকাল করেন। 

** কিছু কিছু গ্রহে মুহাম্মদ (সা)-এর জন্ম ৫৭০ খ্রিষ্টাব্দ উল্লেখ করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। 
 ** আবাবিল কোন পাখীর নাম নয় বরং আবাবিল অর্থ হলাে ঝাঁকে ঝাঁকে পাখি।

আরো পড়ুন - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর ২০২৩


প্রশ্ন-৮, রাসূল সাঃ এর দাদার নাম কী?
উত্তর : আব্দুল মুত্তালিব।


প্রশ্ন-৯. আব্দুল মুত্তালিবের সামাজিক পদ-মর্যাদা কী ছিল?
উত্তর : তিনি তার গােত্র বনু হাশিমের প্রধান ছিলেন।


প্রশ্ন-১০, রাসূল এর পঞ্চ পিতৃ-পুরুষের পরিক্রমা কী? উত্তর : তারা হলেন : মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আবদ মানাফ বিন কুসাই বিন কিলাব।

ইসলামিক প্রশ্ন ও উত্তর PDF । ইসলামিক কুইজ । Islamic Quiz Bangla


প্রশ্ন-১১. রাসূল সাঃ-কে কারা দুধ পান করিয়েছেন?
উত্তর : প্রথমে তার মা আমেনা তারপর সুওয়াইবা যিনি ছিলেন তার চাচা আবু লাহাব নামে পরিচিত আব্দুল উযযার মুক্ত ক্রীতদাসী। এরপর হালিমা বিনতে যুআইব, যিনি হালিমা আস-সাদিয়া নামে সর্বাধিক পরিচিত।


প্রশ্ন-১২. আরবের লােকেরা কেন তাদের সন্তানদের লালন-পালনের জন্য বেদুইন ধাত্রীদের কাছে পাঠাত?
উত্তর : মরুভূমির সুস্থ বায়ু বা আবহাওয়াতে তাদের সন্তানেরা যেন সুস্থভাবে বেড়ে উঠে এবং শুদ্ধভাষা ও দ্রতা শিখতে পারে সে জন্যই আরবের লােকেরা তাদের সন্তানদের বেদুইন ধাত্রীদের কাছে পাঠাত।



প্রশ্ন-১৩, হালিমা আস-সাদিয়া রাসূলকে কতদিন পর্যন্ত দুধ পান করিয়েছেন? .
উত্তর : দুই বছর পর্যন্ত।


প্রশ্ন-১৪, হালিমার কাছে থাকাকালীন যে মহান ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটি কী ঘটনা ছিল?
উত্তর : ঘটনাটি হল : একদিন জিবরাঈল আসলেন এবং রাসূল-এর বুক ছিড়ে তার রুহ বের করে আনলেন। এরপর রুহ থেকে এক পিণ্ড রক্ত বের করে এটিকে জমজমের পানি দিয়ে উত্তমরূপে ধৌত করলেন। এরপর রূহকে তার যথাস্থানে রেখে তিনি চলে গেলেন।


প্রশ্ন-১৫. রাসূল সাঃ-এর পালক পিতার নাম কী?
উত্তর : হারিছ বিন আব্দুল উয্যা বিন রাফাহ। তিনি ছিলেন হাওয়াযিন গােত্রের অধিবাসী।
  

ইসলামিক প্রশ্ন ও উত্তর PDF । ইসলামিক কুইজ । Islamic Quiz Bangla


প্রশ্ন-১৬. রাসূল সাঃ-এর পালক বােনদের নাম কী? 
উত্তর : রাসূল সাঃ এর বােনদের নাম হল- আনিশাহ বিনতে হারিছ এবং হুযায়ফা বিনতে হারিছ। যিনি সায়েমা নামে বেশি পরিচিত ছিলেন।

প্রশ্ন-১৭. রাসূল সাঃ -এর নাম মুহাম্মদ' কে রেখেছিলেন?

উত্তর : তার দাদা আব্দুল মুত্তালিব।

প্রশ্ন-১৮. এ নামটি তিনি কেন পছন্দ করলেন?

  

উত্তর : আব্দুল মুত্তালিব চাইলেন আল্লাহর কাছে শুকরিয়া জানাতে। (আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আব্দুল মুত্তালিব এ নামটি পছন্দ করেন।)

প্রশ্ন-১৯. মুহাম্মদ সাঃ-এর মাতা তার কী নাম রেখেছিলেন?

উত্তর: আহমদ।

প্রশ্ন-২০. তিনি কেন এ নামটি পছন্দ করলেন?

উত্তর : তিনি স্বপ্নে দেখলেন একজন ফেরেশতা নবাগত শিবকে আহমদ বলে ডাকছেন। তাই তিনি এর নাম রাখলেন আহমদ।

ইসলামিক প্রশ্ন ও উত্তর PDF । ইসলামিক কুইজ । Islamic Quiz Bangla

প্রশ্ন-২১. যখন মুহাম্মদ সাঃ-এর মা মৃত্যুবরণ করেন তখন তার বয়স কত ছিল?

উত্তর : তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর।


প্রশ্ন-২২. তার মা তাকে কোথায় নিয়ে গিয়েছিলেন?

উত্তর : তার মা তাকে নিয়ে মদিনায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

আরো পড়ুন- ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর 


প্রশ্ন-২৩. কোথায় তিনি ইন্তিকাল করেন?

উত্তর : তিনি আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে “আবওয়া” নামক স্থানে ইন্তিকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়।



প্রশ্ন-২৪, পরবর্তীতে মুহাম্মদ সাঃ কে মক্কায় ফিরিয়ে আনেন কে?

উত্তর : তার বাবার ক্রীতদাসী উম্মে আইমান (রা)।

প্রশ্ন-২৫:মহানবী সাঃ এর দায়িত্বভার কে গ্রহণ করলেন?

উত্তর : তার দাদা আব্দুল মুত্তালিব।
  

ইসলামিক প্রশ্ন ও উত্তর PDF । ইসলামিক কুইজ । Islamic Quiz Bangla


প্রশ্ন-২৬:কতদিন তিনি তাকে দেখাশুনা করলেন?

উত্তর: দুই বছর যাবৎ।


প্রশ্ন-২৭: মুহাম্মদ সাঃ-এর সাথে তার ব্যবহার কেমন ছিল?

উত্তর : তিনি মুহাম্মদ সাঃ কে অত্যন্ত ভালােবাসতেন এমনকি তার ছেলেদের চেয়ে তিনি তাকে অধিক পছন্দ করতেন।

Related Searches for
ইসলামিক স্ট্যাটাস পিকচার, ইসলামিক প্রশ্ন ও উত্তর pdf, ইসলামিক প্রশ্ন ও উত্তর, islamic quiz bangla, ইসলামিক কুইজ, ইসলামিক কুইজ pdf, 

আরো দেখুন - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর PDF


ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর pdf, islamic question and answer bangla, ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর pdf, ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর,

Post a Comment

0 Comments