Header Ads Widget

Islamic Quiz Questions And Answers Pdf 2023 । ইসলামিক কুইজ প্রশ্নোত্তর

Islamic Quiz Questions And Answers Pdf 2023 । ইসলামিক কুইজ প্রশ্নোত্তর

islamic quiz on prophets with answers, islamic quiz questions and answers pdf, islamic quiz questions with answers, islamic quiz on prophets with answers, islamic quiz with answers in english, islamic quiz questions and answers pdf bengali,


islamic quiz on prophets with answers

Islamic Quiz Questions And Answers Pdf 2023 । ইসলামিক কুইজ প্রশ্নোত্তর


প্রশ্ন-৯৬৮. এতে ফলাফল কী ?


উত্তর : তুমুল যুদ্ধের ফলে কিছু মুসলমান শহীদ হল আর ১০ জন ইয়াহুদী নিহত হয়। অবশেষে দূর্গটি পরাজিত হল এবং ইয়াহুদীরা 'আবির' দূর্গের দিকে চলে গেল।


প্রশ্ন-৯৬৯. তখন যুদ্ধ কীভাবে হল?


উত্তর : মুসলমানরা তিনদিন যাবৎ আবির দূর্গ অবরোধ করে রাখল আর ইয়াহুদীরা তাদের সবচেয়ে শক্তিশালী দূর্গ 'নাইমার' দূর্গে পলায়ন করল।


মুসলমানরা দূর্গের চারপাশে মাটির উঁচু উঁচু প্রাচীর ভাঙ্গতে যন্ত্র ব্যবহার করল এবং দুর্গটি পরাজিত করল। ফলে ইয়াহুদীরা তাদের মহিলা ও শিশুদেরকে ফেলে রেখে বিভিন্ন দিকে পলায়ন করল।


প্রশ্ন-৯৭০. খাইবারের প্রথম পর্ব জয়ের পর রাসূল কোন দিকে গেলেন? উত্তর : তিনি খাইবারের দ্বিতীয় পর্বের দিকে রওয়ানা হলেন, যেখানে ইয়াহুদীরা নিরাপত্তার জন্য স্থান পরিবর্তন করল। মুসলমানরা ১৪দিন যাবৎ দূর্গগুলো অবরোধ করে রাখলেন।

আরো পড়ুন-  Islmaic Quiz Questions And Answer Pdf Download 2023


প্রশ্ন-৯৭১. ফলাফল কী হল ?

উত্তর : যখন ইয়াহুদীরা বুঝতে পারল যে, তারা তাদের জীবন হারাবে, তাই তারা একটি শান্তি চুক্তি করতে চাইল, আর সে জন্য মুসলমানদের সাথে চুক্তিপূর্বক আলোচনার জন্য তারা ইবন আবি হুকাইককে পাঠাল ।


প্রশ্ন-৯৭২. রাসূল সাঃ কী চুক্তি সম্বন্ধে রাজি হয়েছিলেন?


উত্তর : রাসূল সাঃ তাদের জীবন বাঁচাতে রাজি হলেন, এ শর্তে যে, তারা খাইবার ও তার নিকটবর্তী ভূমি ত্যাগ করে চলে যাবে তাদের অধিকারে তাদের যেসব স্বর্ণ ও রৌপ্য আছে তা রেখে যাবে।

Islamic Quiz Questions And Answers Pdf 2023 । ইসলামিক কুইজ প্রশ্নোত্তর


তথাপি তিনি বললেন যে, তারা যদি কোন কিছু লুকায় তাহলে তিনি যে কোন চুক্তি বাতিল করবেন। এভাবেই দূর্গগুলো মুসলমানদের কাছে হস্তান্তর করা হয় ।


প্রশ্ন-৯৭৩. খাইবার বিজয়ের পর রাসূল সাঃ কে হত্যা করার চেষ্টা করেছিল কে?


উত্তর : যয়নব বিনতে হারিস নাম্নী এক ইয়াহুদী মহিলা রাসূল সা এর কাছে বিষ মিশ্রিত ভেড়ার গোশত পাঠিয়েছিল, তিনি এক গ্রাস মুখে নিয়েছিলেন । কিন্তু এটি তার পছন্দ হল না, তাই তিনি এটি ধূ করে ফেলে দিলেন ।


প্রশ্ন-৯৭৪. রাসূল সাঃ কি তাদের অনুরোধ অনুমোদন করেছিলেন?

উত্তর : হ্যাঁ, তিনি তাদের অনুরোধ অনুমোদন করেছিলেন।


প্রশ্ন-১৭৫. ঐ সময় আবিসিনিয়া থেকে কে এসেছিল?

উত্তর : জাফর বিন আবি তালিব (রা) এবং আবু মূসা আশ'আরী (রা) সহ তার লোকেরা।
প্রশ্ন-৯৭৬. সাফিয়্যাহ কে ছিলেন?

উত্তর : তিনি ছিলেন হুআই বিন আখতাব এর কন্যা এবং কিনানাহ বিন আবি হুকাইক এর স্ত্রী। পরবর্তীতে বিশ্বাসঘাতকতার কারণে তার স্বামী হুকাইককে হত্যা করা হয়।


ফলে তিনি বিধবা হয়ে যান। ইয়াহুদিরা তাদের মহিলা ও শিশুদেরকে রেখে যাওয়ার পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূল সাঃ তাকে বিয়ে করেন ।


প্রশ্ন-৯৭৭. খাইবার বিজয়ের পর রাসূল সাঃ কে হত্যা করার চেষ্টা করেছিল কে?


উত্তর : যয়নব বিনতে হারিস নাম্নী এক ইয়াহুদী মহিলা রাসূল সা এর কাছে বিষ মিশ্রিত ভেড়ার গোশত পাঠিয়েছিল, তিনি এক গ্রাস মুখে নিয়েছিলেন । কিন্তু এটি তার পছন্দ হল না, তাই তিনি এটি ধূ করে ফেলে দিলেন ।

প্রশ্ন-৯৭৮. ঐ মহিলাকে কি হত্যা করা হয়েছিল?

উত্তর : হ্যাঁ। রাসূল সাঃ তাকে রেহাই দিয়েছিলেন। কিন্তু যখন বিশর বিন বারা এ বিষ মিশ্রিত গোশত নিয়ে মৃত্যুবরণ করলেন, তখন তার মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য ঐ মহিলাকে হত্যা করা হয়েছিল ।

Islamic Quiz Questions And Answers Pdf 2023 । ইসলামিক কুইজ প্রশ্নোত্তর


প্রশ্ন-৯৭৯. ফাযাক গোত্রের লোকেরা কী করল?


উত্তর : খাইবারের সন্নিকটে একটি গ্রামের অধিবাসী ছিলো ফাযাক। তারা খাইবারের পরাজয়ের কথা শুনে দ্রুত শান্তির জন্য তাদের ধন সম্পদ ফেরত দিয়েছিল।


প্রশ্ন-৯৮০. ঐ বছর অন্য কোন দুটি গাওয়াহ অনুষ্ঠিত হয়? উত্তর : গাযওয়াহ ওয়াদি ও গাযওয়ায়ে যাতুর রিকা।


প্রশ্ন-৯৮১. গাযওয়ায়ে যাতুর রিকার পেছনে কারণ কী ছিল?


উত্তর : রাসূল সাঃ কে জানানো হল যে, বনি মুহারিব ও গাতফান গোত্রের সালাবাহ মদিনায় আক্রমণ করার জন্য সৈন্যবাহিনী জড়ো করছে।


তাই রাসূল সাঃ ৭০০ জন মুসলমান সঙ্গে নিয়ে নাখলার দিকে রওয়ানা করলেন। কিন্তু যুদ্ধ অনুষ্ঠিত হয়নি। কারণ গাতফান গোত্রের বেদুঈনরা যুদ্ধবিরতির চুক্তির জন্য রাসূল পাক সাঃ কে অনুরোধ করল।


প্রশ্ন-১৮২. রাসূল সাঃ তাঁর সাহাবীদেরকে যিলকদ মাসে কী হুকুম করলেন?


উত্তর : তিনি তাদেরকে বিশেষ করে যারা হুদায়বিয়ার সন্ধির সাক্ষী ছিলেন তাদেরকে ওমরা পালনের জন্য প্রস্তুতি নিতে হুকুম করলেন ।

আরো পড়ুন-  Islmaic Quiz Questions And Answer Pdf


প্রশ্ন-১৮৩, কতজন লোক তার সঙ্গে সফর করেছিলেন?


উত্তর : দুই হাজার পুরুষ তাছাড়া কিছু মহিলা ও শিশু তার সফর সঙ্গী ছিলেন। তারা কোরবানী করার জন্য ষাটটি কোরবানীর পশুও নিয়ে গিয়েছিলেন।


প্রশ্ন-১৮৪. মুসলমানরা কি তাদের সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়েছিল?


উত্তর : হ্যাঁ, কোরাইশদের পক্ষ থেকে সম্ভাব্য কোন আক্রমণের জন্য বা আক্রমণ হতে পারে এ আশংকায় তারা তাদের অস্ত্রশস্ত্র নিয়েছিল। তবে, তারা এগুলো নিয়ে মক্কায় প্রবেশ করে নি। তারা ২০০ জন লোকের একটি দলের কাছে ৮ মাইল দূরে অস্ত্রশস্ত্র  রেখে আসল।

Islamic Quiz Questions And Answers Pdf 2023 । ইসলামিক কুইজ প্রশ্নোত্তর


প্রশ্ন-১৮৫. কোরাইশরা তখন কোথায় ছিল?

উত্তর : তারা পাহাড় সংলগ্ন তাদের তাঁবুতে ছিল ।


প্রশ্ন-১৮৬. মুসলমানরা কী করল?

উত্তর : তারা সাহসিকতার সঙ্গে প্রকাশ্যে সাধারণ 'তাওয়াফ' সম্পাদন করল। রাসূল তাদেরকে পরামর্শ দিলেন “তোমরা প্রকাশ্যভাবে জনসম্মুখে আবির্ভূত হবে এবং তোমাদের তাওয়াফ অবিচলভাবে চালিয়ে যাবে।

কেননা, মুশরিকরা গুজব ছড়িয়ে দিয়েছে যে, মুসলমানরা হল দূর্বল, ইয়াসরিবের উত্তেজনা তাদের প্রাণশক্তি নিঃশেষ করে ফেলেছে।

Islamic Quiz Questions And Answers Pdf 2023 । ইসলামিক কুইজ প্রশ্নোত্তর


প্রশ্ন-১৮৭. ওমরা পালনের চতুর্থ দিনের সকাল বেলায় কোরাইশদের উচ্চপদস্থ লোকেরা আলী বিন আবু তালিবকে কী বলল?

উত্তর : তারা আলী (রা)-কে বলল, রাসূল সাঃ কে বলার জন্য যে, তিনি যেন তাঁর সাহাবীদের নিয়ে মক্কা ত্যাগ করেন।


প্রশ্ন-১৮৮. রাসূল সাঃ কি মক্কা ত্যাগ করেছিলেন?


উত্তর : হ্যাঁ, তিনি অবশ্যই সন্ধির শর্ত ভঙ্গ করেন নি। তিনি সাহাবীদেরকে নিয়ে সাফির নামক একটি গ্রামের দিকে চলে গেলেন। সেখানে তিনি কিছু সময় অবস্থান করলেন।

Post a Comment

0 Comments