৫ম শ্রেণীর গণিত সমাধান PDF. Class Five Math Solution All Chapter Download PDF

৫ম শ্রেণীর গণিত সমাধান PDF. Class Five Math Solution All Chapter Download PDF 

শিক্ষার্থীদের অনুশীলনের জন্য এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেওয়া হলো-

সমাধান ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন-


৫ম শ্রেণীর গণিত সমাধান PDF

Related searches


৫ম শ্রেণীর গণিত সমাধান 
৫ম শ্রেণীর গণিত সমাধান
৫ম শ্রেণীর গণিত বই সমাধান এসাইনমেন্ট বাংলা সমাধান
৫ম শ্রেণীর এসাইনমেন্ট গণিত



সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১। ৫ এর গুণনীয়কগুলাে লেখ। উত্তর :১ ও ৫।

২। ৮ এর গুণনীয়ক কয়টি? উত্তর : ৮ এর গুণনীয়ক ৪টি।

৩। ১৬ এবং ১৭ এর গসাগু কত? উত্তর : ১।

৪। ১৫ এর মৌলিক উৎপাদক কয়টি? উত্তর : ২টি।

৫। ১, ৭, ১২ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? উত্তর : ৭।

৬। ৭টি আপেল ও ১৪টি কলা সর্বাধিক কত জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

উত্তর : সাত জনের মধ্যে। 

৭। ৭ এবং ১৭ এর গ.সা.গু কত? উত্তর : ৭ এবং ১৭ এর গ.সা.গু ১।

৮। ৪ ও ৬ এর সাধারণ গুণনীয়কগুলাে লেখ। উত্তর : ৪ ও ৬ এর সাধারণ গুণনীয়কগুলাে ১ ও ২।

৯। ৮ ও ১২ এর ল. সা. গু. কত?

উত্তর ; ৮ ও ১২ এর ল. সা. গু. ২৪।

১০। ১৬ এবং ১৭ এর গসাগু কত? উত্তর : ১।

১১। ৬ ও ১২ এর ল. সা. গু কত?  উত্তর; ১২

১২। ৪ এর প্রথম দুটি গুণিতক লেখ।

উত্তর : ৪ এর প্রথম দুটি গুণিতক ৪ ও ৮।

১৩। ১২ কে মৌলিক উৎপাদকে প্রকাশ কর। উত্তর : ১২ = ২×২×৩। 

১৪। ৩, ৯ ও ২৭ এর ল. সা. গু কত? উত্তর : ৩, ৯ ও ২৭ এর ল. সা. গু ২৭।

১৫। ২০টি পেন্সিল ও ৩০টি কলম সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

উত্তর : ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে।

১৬। ৬টি খাতা ও ৯টি পেন্সিল সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া যবে?

উত্তর : ৩ জন।

১৭। ১২ ও ১৫ এর সাধারণ গুণনীয়ক কয়টি? উত্তর : ২টি।

১৮। ১৫ এর পুণনীয়কগুলাে লেখ।  উত্তর : ১, ৩, ৫, ১৫।

১৯। লসাগু এর পূর্ণরূপ কী? উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

২০। ৪ ও ৯ এর গসাগু কত? উওর : ১।

২১। ৩, ৯ ও ২৭ এর ল. সা. গু কত? উত্তর : ৩, ৯ ও ২৭ এর ল. সা. গু ২৭।

২২। ২, ৩, ৫ ও ৭ এর গসাগু কত?  উত্তর : ১।

২৩। গ, সা, গু এর পূর্ণরূপ দেখ। উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক

২৪। ১৮ এর তিনটি গুণিতক লিখ।  উত্তর ; ১৮, ৩৬, ৫৪।

২৫। ৭ এর দুটি গুণিতক লেখ। উওর : ৭, ১৪।



People also search for

নিজে চেষ্টা করে সমাধান করো-


সংক্ষেপে উত্তর দাও : ১x২০২০

ক। ১৫ এর গুণনীয়কগুলাে লেখ।

খ। লসাগু এর পূর্ণরূপ কী?

গ। ৪ ও ৯ এর গসাগু কত?

ঘ। ২৪ কে মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ কর।

ঙ। ২, ৩, ৫ ও ৭ এর গসাগু কত?

চ। গ. সা. গু. এর পূর্ণরূপ লেখ।

ছ। ১৮ এর তিনটি গুণিতক লিখ।

জ। একাধিক সংখ্যার কোনাে মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত?

ঝ। ২, ৩, ৫ কোন ধরনের সংখ্যা?

ঞ। ৭ এর দুটি গুণিতক লেখ ।

ট। ১২ এর গুণনীয়কগুলাে লেখ।

ঠ। ৭ এর প্রথম চারটি গুণিতক লেখ।

ড। ২০ অপেক্ষা বড় ৮ এর পাঁচটি গুণিতক লেখ।

ঢ। লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু এর কী?

ণ। ৬, ৯, ১২ এর লসাগু কত?

ত। , একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টিকে কী বলে?

থ, ৪২ এর কয়টি মৌলিক উৎপাদক আছে?

দ. মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি?

ধ। ৩, ৫ ও ৭ এর গসাগু কত?

ন। ৩০ এর মৌলিক উৎপাদকগুলাে লিখ।


১। একজন শিক্ষক ৪০ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রীকে কতগুলাে দলে

ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রী সংখ্যা সমান হয়।

ক, ২৪ এর কয়টি গুণনীয়ক রয়েছে?

খ, ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে?

গ. প্রতি দলে কয়জন ছাত্র ও কয়জন ছাত্রী থাকবে?


২। তোমাদের বাগান থেকে ৪২টি আম ৮৪টি জাম এবং ১০৫টি লিচু নিয়ে সমানভাবে কিছু

শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া হলাে।

ক, সর্বোচ্চ কত জনকে আম ও জাম সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

থ, সর্বোচ্চ কত জনকে আম, জাম ও লিচু সমানভাগে ভাগ করে দেওয়া যাবে?

গ. প্রত্যেকে কয়টি করে আম, জাম ও লিচু পাবে?


৩। তিনটি ভিন্ন রং এর ঘণ্টা; লাল রং এর ঘণ্টা ১৮ মিনিট পরপর, হলুদ রং এর ঘণ্টা ১৫ মিনিট পরপর এবং সবুজ রংয়ের ঘণ্টা ১২ মিনিট পরপর বাজে। ঘণ্টাগুলাে সন্ধ্যা ৬টায় এক সাথে বাজে।

ক. ১৫ ও ১৮ এর গসাগু নির্ণয় কর।

খ, ১৮ এর পাঁচটি গুণিতক লেখ।

গ. ঘণ্টাগুলাে কখন পুনরায় একসাথে বাজবে?


People also search for








إرسال تعليق

0 تعليقات