হযরত ওয়াহশী ইবনে হারব (রাঃ)এর ইসলাম গ্রহণের ঘটনা

 হযরত ওয়াহশী ইবনে হারব (রাঃ)এর ইসলাম গ্রহণের ঘটনা


Related search


সাহাবাদের জীবনী,

নবীদের জীবনী,

ইসলামিক গল্প,

হাদিসের উদ্ধৃতি, 

কুরআনের ঘটনা, 

ইসলামের ইতিহাস, 

ইসলামিক বই,

জান্নাত জাহান্নামে ঘটনা, 



 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হামযা (রাঃ) এর হত্যাকারী ওয়াহশী ইবনে হারব( রাঃ)এর নিকট ইসলামের দাওয়াত দিয়ে একজনকে  পাঠালেন। 

ওয়াহশি বার্তা বাহকের নিকট  জবাব দিলেন  যে, হে মুহাম্মাদ, আপনি আমাকে কিভাবে দাওয়াত দিতেছেন? আপনিতো বলেন, যে ব্যক্তি মানুষ  হত্যা করে, শিরক করে অথবা যেনা করে, সে জাহান্নামে  যাবে, কেয়ামতের দিন তাদের শাস্তি বাড়িয়ে দ্বিগুণ করা হবে এবং জাহান্নামে  সে  চিরকাল থাকবে।

 আর আমি তো এই সকল কাজ করেছি। আপনার নিকট আমার জন্য শাস্তি হইতে পরিত্রাণের কোন পথ আছে কি? 


আল্লাহ তায়ালা তাহার এই প্রশ্নের উত্তরে নিম্নের আয়াত নাযিল করিলেন-

অর্থ ঃ কিন্তু যে ব্যক্তি তওবা করিয়াছে এবং ঈমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে। এই সকল লােকদের গুনাহগুলিকে আল্লাহ তায়ালা নেকী দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। আর আল্লাহ তায়ালা অত্যন্ত ক্ষমাশীল ও অতিশয় দয়াবান।


অতঃপর ওয়াহশী (রাঃ) এই আয়াত শুনে বলিলেন, তওবা করা , ঈমান আনা ও নেক আমলের এই গুলো  তো বড় কঠিন কাজ মনে হইতেছে।  আমি উহা হয়ত ঠিক মত পালন করতে সক্ষম হইব না। 


তার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা এই আয়াত নাযিল করিলেন—

অর্থ : আল্লাহ তায়ালা শিরক গুনাহ মাফ করবেন না, তবে শিরক ব্যতীত সকল গুনাহ যাকে চাহেন মাফ করে দিবেন।

হযরত মুহাম্মদ (সাঃ) বার্তা বাহকে এই আয়াত নিয়ে আবারও  পাঠালেন। 

ওয়াহশী (রাঃ) যখন কুরআনের এই আয়াত শুনলেন তখন তিনি বললেন, হে মুহাম্মাদ,  আল্লাহ তায়ালার ইচ্ছা করলে মাফ করতেও পারেন আবার নাও করতে পারেন এটা তো আল্লাহর  উপর নির্ভরশীল হইল।  তিনি আমাকে মাফ করবেন কিনা, আমার জানা নাই ? ইহা ছাড়া আর কোন পথ আছে কি? 


সুতরাং আল্লাহ তায়ালা এই আয়াত নাযিল করিলেন--

অর্থ ঃ হে আমার বান্দাগণ, যাহারা নিজেদের উপর জুলুম করিয়াছ, তােমরা আমার রহমত হইতে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল, পরম দয়ালু।

হযরত মুহাম্মদ (সাঃ) বার্তা বাহকে এই আয়াত নিয়ে পাঠালেন, 

যখন ওয়াহশী  এই আয়াত শুনিলেন তখন বলিলেন,  এখন ঠিক আছে। অতএব তিনি মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ।

 আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দান করেন।আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ তায়ালা মহান, দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল। 

Post a Comment

0 Comments