মহানবী সাঃ এর জীবনী কুইজ । Islamic Questions And Answer Bengali Pdf 2023

মহানবী সাঃ এর জীবনী কুইজ । Islamic Questions And Answer Bengali Pdf 2023

মহানবী সাঃ এর জীবনী কুইজ । Islamic Questions And Answer Bengali Pdf 2023

মহানবী সাঃ এর জীবনী কুইজ । Islamic Questions And Answer Bengali Pdf 2023


প্রশ্ন-১০৫৬. শত্রুরা কি মুসলমানদের সঙ্গে প্রকাশ্যে যুদ্ধ করার জন্য তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এসেছিল? [ মহানবী সাঃ এর জীবনী কুইজ ]

উত্তর : না! তারা দূর্গের ভিতর থেকে শুধুমাত্র তীর ও পাথর নিক্ষেপ করেছিল। এর ফলে অনেক মুসলমান আহত হয়েছিল। islamic question and answer bangla


প্রশ্ন-১০৫৭. এরপর রাসূল সাঃ যুদ্ধের কৌশল হিসেবে কী করলেন?

উত্তর : তিনি আঙ্গুরের বাগান কেটে এগুলো পুড়ে ফেলার আদেশ দিলেন। কিন্তু পরবর্তীতে শত্রুদের অনুরোধে মুসলমানরা তা করা বন্ধ করে দিলেন । [ মহানবী সাঃ এর জীবনী কুইজ ]
 
  

প্রশ্ন-১০৫৮. রাসূল সাঃ দূর্গের ভিতরের লোকদের উদ্দেশ্য করে কী ঘোষণা করলেন?

উত্তর : তিনি ঘোষণা করলেন যে যারাই দূর্গ থেকে বেরিয়ে আসবে তারাই প্রাণনাশ থেকে মুক্তি পাবে। ফলে ২৩ জন লোক বেরিয়ে আসল ।
 

প্রশ্ন-১০৫৯. দীর্ঘ অবরোধের ব্যাপারে রাসূল সাঃ কী সিদ্ধান্ত নিলেন? 

উত্তর : মুসলমানদের দুঃখ দুর্দশা ও দূর্গের অনাক্রম্যতা দেখে রাসূল সাঃ নওফল বিন মু'আবিয়ার সঙ্গে পরামর্শ করলেন এবং অবরোধ উঠিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 

কিন্তু কতিপয় সাহাবী বললেন, “আমরা দূর্গ জয় না করেই ফিরে যাব?” পরবর্তীতে তারাও রাসূলে সাঃ' র সঙ্গে একমত হলেন যে অবরোধ উঠিয়ে ফিরে চলে যাবেন।



প্রশ্ন-১০৬০. যখন সাহাবীরা সাকিফ গোত্রের লোকদের বদদোয়া করার জন্য রাসুলকে অনুরোধ করলেন তখন তিনি কী বললেন? মহানবী সাঃ এর জীবনী কুইজ ]

উত্তর : তিনি বললেন, “হে আল্লাহ! সাকীফকে তুমি সঠিক পথ দেখাও এবং মুসলমান করে আমাদের সাথে এনে দাও।” গাযওয়ায়ে তাবুক ৫৪. হিজরতের নবম বছর

মহানবী সাঃ এর জীবনী কুইজ । Islamic Questions And Answer Bengali Pdf 2023


প্রশ্ন-১০৬১. গাযওয়ায়ে তাবুক কখন সংঘটিত হয়?  islamic quiz with answers pdf

উত্তর : এটি সংঘটিত হয় ৯ম হিজরীর রজব মাসে।


প্রশ্ন-১০৬২. গাযওয়ায়ে তাবুক বা তাবুক যুদ্ধের পেছনে কী কারণ ছিল?

উত্তর : বাইজানটাইন সাম্রাজ্যের রোমক সম্রাট মুসলমানদেরকে আক্রমণ করার জন্য বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করেছিল বলেই মুসলমানেরা এ যুদ্ধের প্রস্তুতি নেয় ।
প্রশ্ন-১০৬৩. রোমানদের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে কাফেলার লোকেরা কি সংবাদ ছড়াল? 

উত্তর : তারা বলল যে, রোমানরা ৪০ হাজার যোদ্ধা জড়ো করেছে। তাছাড়া লুকহাম, জুদহাম ও অন্যান্য গোত্রের লোকদের সঙ্গে তাদের পারস্পরিক মৈত্রী হল । তারা এছাড়াও বলল যে, সৈনিকদের সেনাপতি বালকায় পৌঁছে গেছে।

মহানবী সাঃ এর জীবনী কুইজ । Islamic Questions And Answer Bengali Pdf 2023

 
প্রশ্ন-১০৬৪. সংবাদটি মুসলমানদেরকে কেন দুশ্চিন্তায় ফেলে দিল?

উত্তর : প্রচণ্ড গরম, খেজুর আহরণের সময়, বায়ু প্রবাহ ও যুদ্ধক্ষেত্র অনেক দূরত্ব হওয়ার কারণে মুসলমানরা দুশ্চিন্তায় পড়ে গেলেন।


প্রশ্ন-১০৬৫. রাসুল সাঃ কী সিদ্ধান্ত নিলেন?  [ Islamic Questions And Answer Bengali ]

উত্তর : তিনি নিজস্ব সীমানায় শত্রুদের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। তাবুক সিরিয়ার সীমানায় অবস্থিত তাই শত্রুদের মদিনায় অগ্রসর হওয়ার পরিকল্পনা বাঁধা দেয়া সহজ হবে ।


প্রশ্ন-১০৬৬. রাসূল কি তার অভিযানের পরিকল্পনা প্রকাশ করেছিলেন?

উত্তর : হ্যাঁ, তিনি সাধারণত অভিযানের পরিকল্পনা গোপন রাখতেন। তা সত্ত্বেও ঐ সময় লোকদেরকে তাবুক অভিযানের কথা বলেছিলেন । [ Islamic Questions And Answer Bengali ]


আরো পড়ুন - ইসলামিক প্রশ্ন ও উত্তর 


প্রশ্ন-১০৬৭. যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে রাসুল সাঃ কী করলেন?

উত্তর : তিনি সাহাবীদেরকে যুদ্ধের জন্য তৈরী হতে বললেন। মক্কা ও অন্যান্য গোত্রের কাছেও সাহায্য চাইলেন। তিনি আল্লাহর পথে পর্যাপ্ত পরিমাণে দান করার জন্য সাহাবীদেরকে বলতে লাগলেন।


প্রশ্ন-১০৬৮. ঐ সকল সাহাবীদের নাম কী? যারা তাদের সম্পদ রাসুল এর কাছে যুদ্ধের তহবিলে দান করেছিলেন? [ Islamic Questions And Answer Bengali ]

উত্তর : তারা হলেন : ১. উসমান বিন আফফান, ২. আব্দুর রহমান বিন আওফ, ৩. আবু বকর সিদ্দীক, ৪. ওমর ফারুক, ৫. তালহা, ৬. সা'দ বিন উবাদা, মুহাম্মদ বিন মাসলামাহ ও ৮. আসিম বিন আদি (রা)


প্রশ্ন-১০৬৯. ওসমান বিন আফকান যুদ্ধ তহবিলে কি পরিমাণ দান করেছেন?
উত্তর : প্রথমে তিনি ২০০টি উট ও ২০০ আউন্স স্বর্ণ এনে হাজির করলেন। এরপর ১০০ উট এরপর ১০০০ দিনার এনে হাজির করলেন। শেষ পর্যন্ত তিনি ৯০০ উট ও ১০০ ঘোড়া যুদ্ধ তহবিলে দান করলেন ।

মহানবী সাঃ এর জীবনী কুইজ । Islamic Questions And Answer Bengali Pdf 2023


প্রশ্ন-১০৭০. রাসূল সাঃ ওসমান (রা)-এর দানশীলতার প্রতি কৃতজ্ঞতা বোধে কী বললেন?

উত্তর : তিনি বললেন, “আজকের এ দিন থেকে কোন কিছুই ওসমানের ক্ষতি করবে না।”


প্রশ্ন-১০৭১. অন্যান্য সাহাবীরা কী পরিমাণ দান করেছিল?

উত্তর : আব্দুর রহমান বিন আওফ (রা) দান করলেন ২০০ রৌপ্য মুদ্রা, ওমর দান করলেন তার সম্পদের অর্ধেক পরিমাণ, আসিম বিন আদি দান করলেন ৯০টি উট ও সঙ্গে কিছু খেজুর আর আবু বকর (রা) তার ঘরে আল্লাহ ও তাঁর রাসূল সাঃ-এর নাম ব্যতীত সকল সম্পদ এনে রাসূলে সাঃ র সামনে উপস্থিত করলেন।

মহানবী সাঃ এর জীবনী কুইজ । Islamic Questions And Answer Bengali Pdf 2023


প্রশ্ন-১০৭২ মহিলারা কী কী দান করলেন?

উত্তর : মহিলারাও তাদের হাতের চুড়ি, বালা, পায়ের নুপুর, কানের দুল ও গলার হার যুদ্ধ তহবিলে দান করেছিলেন। [ Islamic Questions And Answer Bengali ]


প্রশ্ন-১০৭৩. মদিনার যাবতীয় কার্যাদি সম্পাদনের জন্য কাকে নিযুক্ত করা হল?

উত্তর : মুহাম্মদ বিন মাসলামাহ অথবা সিবা বিন আরফাতাহ (রা)-কে।


প্রশ্ন-১০৭৪. মুসলিম সৈন্যদের অবস্থান কী ছিল?

উত্তর : প্রভূত পর্যাপ্ত দানের জিনিসপত্র থাকা সত্ত্বেও ৩০ হাজার শক্তিশালী সৈন্যের জন্য তা পরিপূর্ণভাবে সু-সজ্জিত ছিল না।

মহানবী সাঃ এর জীবনী কুইজ । Islamic Questions And Answer Bengali Pdf 2023


তারা আরোহী উটের স্বল্পতায় - ভোগছিলেন। আঠার জন লোক একের পর এক একটি উটে আরোহণ করেছিলেন। খাদ্য সরবরাহের ঘাটতির কারণে, তাদেরকে গাছের পাতা খেতে হয়েছিল।


অনেক সময় তারা তাদের তৃষ্ণা নিবারণ করতে তাদের উট জবাই করতে হত, কারণ উটের পেটের পানির মাধ্যমে তারা তাদের তৃষ্ণা নিবারণ করত।


প্রশ্ন-১০৭৫. মুসলমানরা তাবুক যাওয়ার সময় কোন পথ দিয়ে গিয়েছিলেন?

উত্তর : তারা ‘হিজর' নামক জায়গা দিয়ে অতিক্রম করছিলেন, যেটিকে বর্তমানে 'মাদাইন সালিহ' বলা হয়।

এটি হচ্ছে 'সামূদ জাতির আদিম বাসস্থান যারা বিশাল বিশাল পাথর কেটে বাড়ি-ঘর বানাতে। তাদের জঘন্য পাপের জন্য আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন।

Post a Comment

0 Comments