৫ম শ্রেণির পড়াশোনা- বিষয়ঃ গণিত । সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল

৫ম শ্রেণির পড়াশোনা- বিষয়ঃ গণিত । সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল-


৫ম শ্রেণির পড়াশোনা-


 ১। সংক্ষেপে উত্তর দাও :  ১x২০=২০

ক, রাকিবকে তার স্যার জিজ্ঞেস করল গুণ্য ২.৫ ও  গুণক ০.১ হলে গুণফল কত হবে ?

খ, ১১০০ X ৯০০ = কত?

গ, গুণক নির্ণয়ের সূত্রটি লেখ।

ঘ, গুণক ২৭, গুণফল শূন্য (০) হলে, গুণ্যের মান কত? 

ঙ , ৯৯ X৬৫ = কত?

চ, ১ রিমে ৫০০ তা কাগজ হলে ৮ রিমে কত তা কাগজ থাকে?

ছ, গুণ্য, গুণক ও গুণফল এর মান কত হলে তিনটি মানই সমান হবে?

জ, সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৯৯৯ সমান কত লিখতে হবে?

ঝ, দুইটি সংখ্যার ভাগফল ১২, একটি সংখ্যা ৪ হলে অপর সংখ্যাটি কত?

ঞ, ১টি কলমের দাম ৩৫ টাকা হলে, ৫টি কলমের দাম কত?


ট, একটি কারখানায় ৯০০ শ্রমিক কাজ করে। প্রত্যেক শ্রমিক গড়ে ৬৯৩৩ টাকা বেতন পায়। শ্রমিকের পেছনে মালিকের মাসিক খরচ কত?

ঠ, গুণফলকে গুণ্য দ্বারা কী করলে গুণক পাওয়া যায়?

ড. কামাল সাহেবের বাগানে ২০টি গােলাপ গাছ আছে । প্রত্যেকটিতে ২৬টি করে গােলাপ ফুল ফুটলে বাগানে মােট কতগুলাে ফুল হবে?

ঢ. বড়হর গ্রামের একটি খামারে ৯৯৯৯ টি মুরগি আছে। এরূপ ১০০টি খামারে মােট কতগুলাে মুরগি থাকবে?

ণ. একটি ড্রামে ৪০ লিটার পানি ধরে। এরূপ ৩০টি ড্রামে মােট কত লিটার পানি ধরবে?

ত,  তমালকে জিজ্ঞেস করা হলো গুণ্য বা গুণকের যেকোনাে একটি শূন্য (০) হলে গুণফল কত হবে?

থ, গুণক নির্ণয়ের সূত্রটি লেখ।

দ, ৫৬৭ X ৯৯৯ কে সহজ পদ্ধতিতে গুণ করলে গুণফল কত?

ধ, গুণ্য ১৫০ এবং গুণক ১৫ হলে, গুণফল কত?

ন, গুণক ২৫, গুণফল শূন্য (০) হলে, গুণ্যের মান কত?


২। নাদিয়া ফার্নিচারের দোকানে ১টি টেবিলের মূল্য ৩টি চেয়ারের মূল্যের সমান। ১টি চেয়ারের মূল্য ৯০০ টাকা।

ক, ৩টি চেয়ারের মূল্য কত?

খ, মেলা উপলক্ষে প্রতিটি চেয়ারের মূল্য ২৫০ টাকা বর্ধিত করলে 

গ, ৭টি চেয়ার কিনতে কত টাকার প্রয়ােজন হবে?

ঘ, ১০টি টেবিলের মূল্য ৩টি চেয়ারের মূল্য অপেক্ষা কত বেশি? 


৩। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তােলার সিদ্বান্ত

নিলেন। গ্রামে ৩২৪টি পরিবার আছে। প্রত্যেক পরিবার ২৫০ টাকা

করে জমা দেয়।

ক, সর্বমােট কত টাকা তােলা যাবে?

খ , প্রতি পরিবাৱ যদি ৩০০ টাকা করে দেয়, তবে কত টাকা উঠবে? 

গ, গ্রামে যদি ৩০০টি পরিবার থাকত, তবে কত টাকা উঠত? 


৪। রহিমা একজন দর্জি। সে সেলাই করে প্রতিদিন ৩২৫ টাকা উপার্জন করে।

ক, রহিমা ১ সপ্তাহে কত টাকা আয় করে?

খ, রহিমা ১ মাসে কত টাকা আয় করবে?

গ. রহিমার মাসিক খরচ ৭৮০০ টাকা হলে, তার মাসিক সঞ্চয় কত টাকা?


৫। সেলিম একজন মুরগির খামারি। সে তার খামার থেকে ৪৩৩টি মুরগি বিক্রি করেন। তিনি প্রতিটি মুরগির জন্য ২৯৫ টাকা করে পেলেন ।

ক, সেলিম মােট কত টাকা পেলেন?

খ. প্রতিটি মুরগির ক্রয়মূল্য ও রক্ষণাবেক্ষণসহ খরচ ২১০ টাকা হলে, মােট খরচ কত টাকা?

গ. সেলিম কত টাকা লাভ করেন?


৬। একটি বান্ডিলে ১০০টি নােট থাকে। তােমার কাছে এরূপ ৫০ টাকার ১৫টি এবং ৫ টাকার ২৬টি বান্ডিল আছে।

ক. ৫০ টাকার একটি বান্ডিলে কত টাকা আছে?

খ. ৫ টাকার বান্ডিলগুলােতে মােট কত টাকা আছে?

গ. তােমার কাছে সর্বমােট কত টাকা আছে?


৭। আব্দুল্লাহর মুরগির খামারে ১২৫০টি মুরগি আছে। আব্দুল্লাহ তার মুরগির খামারের সবগুলাে মুরগি ৩২০ টাকা দরে বিক্রি করল।

ক. ১২টি মুরগির বিক্রয়মূল্য কত?

খ. খামারে সবগুলাে মুরগির বিক্রয়মূল্য কত?

গ, রক্ষণাবেক্ষণ বাবদ খরচ ৩,২০,০০০ টাকা হলে, লাভ কত? 


৮। রেশমা একজন গার্মেন্টস শ্রমিক। তার দৈনিক আয় ১২৫ টাকা এবং ব্যয় ১০৫ টাকা। (১ মাস = ৩০ দিন)

ক. তার মাসিক আয় কত?

খ. তার মাসিক ব্যয় কত?

গ. রেশমার মাসিক সঞ্চয় কত?


৯। খাদিজার মুরগির খামারে ২৫০টি মুরগি ছিল। তা থেকে সে ২০০টি মুরগি বিক্রি করল। প্রতিটি মুরগির ওজন ২ কেজি।

ক, খামারে মুরগিগুলাের মােট ওজন কত?

খ, অবিক্রিত মুরগিগুলাের ওজন কত?

গ, ১টি মুরগির ১ মাসের খাবারের মূল্য ৩০০ টাকা হলে অবিক্রিত মুরগির প্রতি মাসে খাবার বাবদ কত খরচ পড়বে?


১০। আরিফ সাহেব ব্যাংক থেকে টাকা তুলে ১০ টাকার ৯টি বান্ডিল ও ৫ টাকার ৪টি বান্ডিল পেলেন। প্রতি বান্ডিলে ১০০ টি নােট থাকলে -

ক, ৫ টাকার ৪টি বান্ডিলে কত টাকা হবে?

খ, ১০ টাকার ৯টি বান্ডিলে কত টাকা হবে?

গ, আরিফ সাহেব ব্যাংক থেকে মােট কত টাকা তুললেন?


১১। একজন শ্রমিক প্রতিদিন কাজ করে ৩৫০ টাকা আয় করেন এবং প্রতিদিন ২২০ টাকা ব্যয় করেন। তিনি মােট ৪ মাস ৫ দিন কাজ করলেন।[১ মাস = ৩০ দিন)

ক, তিনি ৪ মাস ৫ দিনে কত টাকা আয় করেন?

খ, তিন ৪ মাস ৫ দিনে কত টাকা ব্যয় করেন?

গ, কাজ করে তিনি মােট কত টাকা সঞ্চয় করেন?


Post a Comment

0 Comments