HSC Questions and Answers PDF 2022 ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর )

HSC Questions and Answers PDF 2022 ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত  প্রশ্ন ও উত্তর ) HSC ICT Short Question Suggestion  and Answer 2022 ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ) HSC Short Question all Chapter Important PDF.

Child development & Important Milestones-

Related Searches

hsc ict questions and answers pdf

hsc ict chapter 3 question

hsc ict test paper 2022 pdf download

hsc ict html question

hsc ict syllabus 2021

HSC Questions and Answers PDF 2022 

HSC ICT Short Suggestion 2022


অধ্যায়- ০১ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ।

প্রশ্ন ১। একুশ শতকের সম্পদ কোনটি?

উত্তর : একুশ শতকের সম্পদ হলাে অনান ।

প্রশ্ন ২। প্রোগ্রামিং ধারনার প্রবর্তক কে?

উত্তর ঃ অ্যাডাম লাভলেস

প্রশ্ন ৩। দুটি অপারেটিং সিস্টেমের নাম লেখ ।

উত্তর : দুটি অপারেটিং সিস্টেমের নাম হলাে এমএস ডস ও উইন্ডােজ

অপারেটিং সিস্টেম।

প্রশ্ন ৪। E-learning এর পূর্ণরূপ কোনটি?

উত্তর : E-learning এর পূর্ণরূপ হলাে— Electronic Learning.

প্রশ্ন ৫। E-learning কী?


উত্তর : E-learning হলাে এমন একটি পদ্ধতি যেখানে সিডিরম,

মাল্টিমিডিয়া, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল

ব্যবহার করে পাঠদান করানাে হয় ।

প্রশ্ন ৬। ই-গভর্ন্যান্স কী?

উত্তর : ই-গভর্ন্যান্স হলাে শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা

ডিজিটাল পদ্ধতির প্রয়ােগ।

প্রশ্ন ৭। সুশাসনের জন্য কী দরকার?

উত্তর : সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা ।

প্রশ্ন ৮। ই-সেবার একটি উদাহরণ দাও।

উত্তর : ই-সেবার একটি উদাহরণ হলাে ই-টিকেট।

প্রশ্ন ৯। ই-সেবা এর উদ্দেশ্য কী?

উত্তর : ই-সেবার উদ্দেশ্য হলাে নাগরিক জীবনে প্রয়ােজন এমন বিভিন্ন সেবা

অল্প খরচে , অল্প সময়ে  ও ঝামেলামুক্ত ভাবে  মানুষের কাছে পৌঁছে দেওয়া।

প্রশ্ন ১০। দেশের প্রথমদিককার একটি ই-সেবার নাম লেখ ।



উত্তর : দেশের প্রথমদিককার একটি ই-সেবা হলাে ই-পূর্জি।

প্রশ্ন ১১। একটি ই-স্বাস্থ্যসেবার নাম লেখ।

উত্তর : একটি ই-স্বাস্থ্যসেবার নাম হলাে টেলিমেডিসিন ।

প্রশ্ন ১২। E-ticketing এর পূর্ণরূপ কী?

উত্তর : E-ticketing এর পূর্ণরূপ হলাে Electronic ticketing.

প্রশ্ন ১৩। কোনটি আধুনিক ব্যবসায় পৃদ্ধতি?

উত্তর : ই-কমার্স একটি আধুনিক ব্যবসায় পদ্ধতি।

প্রশ্ন ১৪। কর্মক্ষেত্রে আইসিটির কয় ধরনের প্রভাব দেখা যায়?

উত্তর : কর্মক্ষেত্রে আইসিটির দু ধরনের প্রভাব লক্ষ করা যায়। [ HSC ICT Short Suggestion 2021]


HSC ICT Short Suggestion 2022 ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত  সাজেশন )

প্রশ্ন ১৫। www-এর পূর্ণরূপ কোনটি?

উত্তর : www-এর পূর্ণরূপ হলাে World Wide Web.

প্রশ্ন ১৬। বিনােদনে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখ।

উত্তর : বিনােদনে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম হলাে ইন্টারনেট।

প্রশ্ন ১৭। বিনােদন কখন আসক্তিতে পরিণত হয়?

উত্তর : বিনােদন আসক্তিতে পরিণত হয় এর ব্যবহারের তীব্রতা বেশি হলে ।

প্রশ্ন ১৮। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য কী?

উত্তর : ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হলাে সব ধরনের তথ্য প্রযুক্তি

ব্যবহার করে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র্য মােচনের

অঙ্গীকার বাস্তবায়ন করা।

প্রশ্ন ১৯। বিনােদন জগতে কোনটির ব্যবহার সবচেয়ে বেশি?

উত্তর : বিনােদন জগতে তথ্য প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি।

প্রশ্ন ২০। তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বলতে কী বােঝায়?

উত্তর : তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে বলা হয় তথ্য ও যােগাযােগ প্রযুক্তি।



প্রশ্ন ২১। তথ্য প্রযুক্তির প্রয়ােগক্ষেত্রগুলাে কী কী?

উত্তর : তথ্য প্রযুক্তির প্রয়ােগক্ষেত্রগুলাে হলাে- ব্যবসা, যােগাযােগ

ব্যবস্থা, শিক্ষাক্ষেত্র, বিনােদন, বিজ্ঞান ও গবেষণা, চিকিৎসা ক্ষেত্র, শিল্প

সাহিত্য, অফিস-আদালত।

প্রশ্ন ২২। চার্লস ব্যাবেজ আবিষ্কৃত দুটি গণনাযন্ত্রের নাম লিখ।

উত্তর : চার্লস ব্যাবেজের আবিষ্কৃত যন্ত্র দুটির নাম হলাে—

১. ডিফারেন্স ইঞ্জিন এবং ২. এনালিটিক্যাল ইঞ্জিন ।

প্রশ্ন ২৩। তথ্য প্রযুক্তির বিকাশে জগদীশ চন্দ্র বসু কী অবদান রাখেন?

Child development & Important Milestones-

উত্তর : ১৮৯৫ সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে

বিনা তারে একস্থান থেকে অন্যস্থানে তথ্য প্রেরণ করতে সফল হন।

প্রশ্ন ২৪। পার্সোনাল কম্পিউটারের বিকাশে অবদান রেখেছে এমন দুটি

প্রতিষ্ঠানের নাম লেখ ।

উত্তর : পার্সোনাল কম্পিউটারের বিকাশে অবদান রেখেছে এমন দুইটি

প্রতিষ্ঠান হলাে— অ্যাপল কম্পিউটার এবং মাইক্রোসফট ।

প্রশ্ন ২৫। ই-লার্নিং বলতে কী বােঝায়?

উত্তর : ই-লার্নিং বলতে বােঝায় ইন্টারনেট, সিডিরম, ব্যক্তিগত নেটওয়ার্ক

কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করে পাঠদান করার পদ্ধতি।



People Also Searches

hsc ict question bank pdf

hsc ict chapter 4 question

hsc ict mcq questions and answers pdf

hsc ict question bank pdf

hsc ict question pdf

hsc ict srijonshil question

hsc ict model question

hsc ict mcq 1st chapter

hsc ict chapter 4 question

hsc ict chapter-3 mcq pdf


HSC ICT Short Suggestion 2022 ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত  সাজেশন )

প্রশ্ন ২৬। ই-গভর্ন্যান্স কাকে বলে?

উত্তর : গভর্ন্যান্স বা সুশাসনের জন্য ইলেকট্রনিক বা ডিজিটাল প্রস্তুতির

প্রয়ােগকই ই-গভর্ন্যান্স এলে।

প্রশ্ন ২৭। ই-সার্ভিসের অন্তর্ভুরি উল্লেখযোগ্য দুটি সেবার নাম লেখ ।

উত্তর : ই-সার্ভিসের অন্তর্ভুরি দুটি সেবার নাম লেখা হলো  বিজ্ঞান ও গবেষণা, চিকিৎসা।

প্রশ্ন ২৮। গুলি কী?

উত্তর : পূজি হলাে চিনিকলসমূহে কখন আখ সরবরাহ করতে হবে

সেজন্য আওতাধীন আখচাষীদের দেওয়া একটি অনুমতিপত্র ।

প্রশ্ন ২৯। এমটিএস কী?

উত্তর : এমটিএস হলো বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি

ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অলে

নিরাপদে, দুত এবং কম খরচে টাকা পাঠানাের একটি পদ্ধতি।

প্রশ্ন ৩০। ই-পৰ্চা কী?

উত্তর : জমিজমার রেকর্ডের অনলাইনে সংগ্রহ করার পদ্ধতিকে বলা হয়

'ই-পর্চা।



প্রশ্ন ৩১। ই-স্বাস্থ্যসেবা কী?

উত্তর : বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিত্সকরা মােবাইল

ফোনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এ মােবাইল ফোনের

মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়াই হলাে ই-স্বাস্থ্যসেবা।

প্রশ্ন ৩২। ই-কমার্স কী?

উত্তর : ই-কমার্স হলো ইলেকট্রনিক কমার্স। এটি হলাে ইন্টারনেটের

মাধ্যমে কম্পিউটারের সাহায্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পদ্ধতি

প্রশ্ন ৩৩। সামাজিক যােগাযােগের জনপ্রিয় দুটি মাধ্যমের নাম লেখ।

উত্তর : সামাজিক যােগাযােগের জনপ্রিয় দুটি মাধ্যম হলাে : ফেসবুক

(Facebook) ও টুইটার (twitter)।

প্রশ্ন ৩৪। কম্পিউটার গেমের ব্যাপক জনপ্রিয়তার প্রধান কারণ কোনটি?

উত্তর : কম্পিউটার গেমের সাফল্যের প্রধান কারণ হলাে এটি ছােট শিশু।

থেকে প্রাপ্তবয়স্ক একজন মানুষ সবাইকেই তার নিজের রুচি মাফিক

আনন্দ দিতে পারে ।


HSC Questions and Answers PDF 2022  ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত  প্রশ্ন ও উত্তর )

প্রশ্ন ৩৫। আমরা কোন বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখি?

উত্তর : আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখি।

প্রশ্ন ৩৬। ২০২১ সালকে ডিজিটাল বাংলাদেশ তৈরির স্বপ্নপূরণের দিন

হিসেবে বেছে নেবার কারণ কী?

উত্তর : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শেষে আমাদের দেশ স্বাধীন হয়েছে।

২০২১ সালে আমাদের স্বাধীনতা অর্জনের অর্ধশতাব্দী পূরণ হবে। তাই

ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের জন্য ২০২১ সালকে বেছে নেওয়া

হয়েছে।

প্রশ্ন ৩৭। Leap Frog কী?

উত্তর : Leap Frog হলাে বড় বড় লাফ দিয়ে অন্যদের ধরে ফেলা। অর্থাৎ

প্রযুক্তি, সম্পদ ও ক্ষমতা ব্যবহার করে দ্রুতগতিতে উন্নতির পথে এগিয়ে

যাওয়া।

প্রশ্ন ৩৮ ই-সার্ভিসের অন্তর্ভুরি উল্লেখযোগ্য দুটি সেবার নাম লেখ ।

উত্তর : ই-সার্ভিসের আওতুক দুটি সোনা মাম হলো লিখেওসিন ও ই-

প্রশ্ন ৩৯। ডিজিটাল বাংলাদেশ গড়ে তােলার প্রথম ধাপ কোনটি?

উত্তর : ডিজিটাল বাংলাদেশ গড়ে তােলার প্রথম ধাপ হলাে গ্রামীণ

জনগােষ্ঠীকে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির সেবার আওতায় নিয়ে আসা।



HSC Questions and Answers PDF 2022  ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত  প্রশ্ন ও উত্তর )

প্রশ্ন ৪০। তথ্য প্রযুক্তির ব্যবহারের সুবিধাগুলো কী কী?

উত্তর : তথ্য প্রযুক্তির ব্যবহারের সুবিধাগুলাে হলাে :

১, স্বরসময় এবং স্বল্প খরচ। ২ , দক্ষতা বৃদ্ধি।

৩, তাৎক্ষণিক যােগাযােগ। ৪. মনুষ্য শক্তির অপচয় রােধ । ব্যবসা-বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি ।

প্রশ্ন ৪১। জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে এবং টিকে থাকতে প্রয়ােজনীয়

দক্ষতাগুলাে কী কী?

উত্তর : জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে এবং টিকে থাকতে প্রয়োজনীয়

দক্ষতাগুলাে হলাে—


১ . পারস্পরিক সহযােগিতার মনােভাব ।

২. যােগাযােগের দক্ষতা।

৩. সুনাগরিকত্ব ।

৪. সমস্যা সমাধানে পারদর্শী ।

৫. বিশ্লেষণী চিন্তন দক্ষতা (Critical Thinking)।

৬. সৃজনশীলতা ।

৭. তথ্য ও যােগাযােগ প্রযুক্তিতে পারদর্শিতা ইত্যাদি ।



প্রশ্ন ৪২। পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করতে হলে কোন দুটি গুণ

অবশ্যই প্রয়ােজন?

উত্তর : প্রয়ােজনীয় গুণ দুটি হলাে-

দক্ষ ও সুনাগরিক হওয়া।

তথ্য প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জন করা।

প্রশ্ন ৪৩। প্রচলিত পাঠদান ব্যবস্থার কয়েকটি সুবিধা লেখ ।

উত্তর : প্রচলিত পাঠদানের সুবিধা হলো—

শিক্ষক শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন এ কথা বলতে পারেন।

২. শিক্ষার্থীরা শিক্ষকের সাথে নানাভাবে ভাব বিনিময় করতে পারে ।

একে অন্যের সহযােগী হয়ে শিখতে পারে, একে অন্যকে সাহায্য

করতে পারে।


প্রশ্ন ৪৪। ই-সেবার অন্তর্ভুক্ত সেবাগুলাে কী কী?

উত্তর : 'ই-সেবার অন্তর্ভুক্ত সেবাগুলাে হলাে-

১. পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ ।

২. ই-টিকেট।

৩ টেলিমেডিসিন।

৪. অনলাইনে আয়কর হিসাব করার ক্যালকুলেটর ।

প্রশ্ন ৪৫। ই-সেবার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী?

উত্তর : ই-সেবার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলাে হলাে—

১, স্বল্প খরচে সেবা প্রদান।

২,স্বল্প সময়।

৩. হয়রানি ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করা।

Child development & Important Milestones-


HSC Questions and Answers PDF 2022  ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত  প্রশ্ন ও উত্তর )

প্রশ্ন ৪৬। বাণিজ্যের শর্তগুলাে কী কী?

উত্তর : বাণিজ্যের শর্তগুলাে হলাে-

১. বিক্রেতার কাছে পণ্য থাকা ।।

ক্রেতা কর্তৃক তার বিনিময় মূল্য পরিশােধ করা ।

৩. বিক্রেতার সাথে ক্রেতার সরাসরি যােগাযােগ।

প্রশ্ন ৪৭। COD এর পূর্ণরূপ কোনটি?

উত্তর : COD এর পূর্ণরূপ হলাে Cash On Delivery.

প্রশ্ন ৪৮। COD  কী?

উত্তর : COD  হলাে ই-কমার্স ব্যবস্থায় বিল পরিশোধের একটি পদ্ধতি।

প্রশ্ন ৪৯। ই-কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান দেখা যায় এবং কী কী?

উত্তর : ই-কমার্সে দুই ধরনের প্রতিষ্ঠান দেখা যায়। যথা-

১, এক ধরনের প্রতিষ্ঠান কেবল নিজেদের পণ্য বিক্রয় করে।

আর এক ধরনের প্রতিষ্ঠান অন্য অনেক প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করে।



সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছেন এবং সেগুলাে কী কী?

প্রশ্ন ৫০। ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের বাস্তবায়নে সরকার চারটি

উত্তর ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের বাস্তবায়নে সরকার চারটি।

সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছেন। সেগুলো হলাে-

১. মানবসম্পদ উন্নয়ন, ২, জনগণের সম্পৃক্ততা, ৩, সিভিল সার্ভিস, ৪.

দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার।।

প্রশ্ন ৫১। WWW কি?

উত্তর : Word Wide Web কে সংক্ষেপে WWW বলে ।

প্রশ্ন ৫২। ই-লার্নিং কী?

উত্তর : ইন্টারনেটের মাধ্যমে যে শিক্ষা গ্রহণ করে থাকি তাকে ই-লার্নিং বলে ।


HSC Questions and Answers PDF 2022  ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত  প্রশ্ন ও উত্তর )



অধ্যায় - ০২ কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

প্রশ্ন ১। কম্পিউটার কী?

উত্তর : কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র, যা নিজস্ব

স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নির্দেশাবলি সংরক্ষণ করে

রাখে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ এবং উপস্থাপন করে।

প্রশ্ন ২। আইসিটি যন্ত্রগুলাে কিসের মাধ্যমে পরিচালিত হয়?

উত্তর : আইসিটি যন্ত্রগুলাে সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়।

প্রশ্ন ৩। প্রােগ্রাম কী?

উত্তর : সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায়

ধারাবাহিকভাবে সাজানাে নির্দেশমালাকে প্রােগ্রাম বলে।

প্রশ্ন ৪। সফটওয়্যার কী?

উত্তর : প্রােগ্রাম বা প্রােগ্রাম সমষ্টি যা কম্পিউটারের Hardware ও

ব্যবহারকারীর মাধ্যমে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে

তাকেই সফটওয়্যার বলে ।


প্রশ্ন ৫। VIRUS এর পূর্ণ রূপ কী?

উত্তর : VIRUS এর পূর্ণরূপ হলাে Vital Information and Resources

Under Siege

প্রশ্ন ৬। কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে কী ব্যবহার

করা হয়?

উত্তর : কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস

(Antivirus) ব্যবহার করা হয় ।

প্রশ্ন ৭। আইসিটির যুগে তথ্য নিরাপত্তায় ব্যবহৃত তালার নাম কী?

উত্তর : আইসিটির যুগে তথ্য নিরাপত্তায় ব্যবহৃত তালার নাম হলাে password |

প্রশ্ন ৮1 E-mail এর পূর্ণরূপ কোনটি?

উত্তর : E-mail এর পূর্ণরূপ হলাে Electronic mail ।

প্রশ্ন ৯। ই-মেইল কী?

উত্তর : ই-মেইল বা electronic rail বর্তমানে বহুল ব্যবহৃত একটি

যােগাযােগের মাধ্যম যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা

ন্যাক্স মেশিনে তথ্য পাঠায়।



প্রশ্ন ১০। Trojan Horse কী?

উত্তর : Trojan [Horse হলাে এক ধরনের ভাইরাস যা কম্পিউটারের ক্ষতি করে।

প্রশ্ন ১১।  ফেসবুক (Facebook) কী ধরনের মাধ্যম?

উত্তর : ফেসবুক (Facebook) একটি সামাজিক যােগাযােগের মাধ্যম।

প্রশ্ন ১২। একটি সামাজিক নেটওয়ার্কের নাম লেখ ।

উত্তর : একটি সামাজিক নেটওয়ার্কের নাম হলাে twitter।

প্রশ্ন ১৩। কম্পিউটার গেম কী ধরনের মাধ্যম?

উত্তর : কম্পিউটার গেম এক ধরনের বিনােদন মাধ্যম।

প্রশ্ন ১৪ | সফটওয়্যার পাইরেসি কী?

উত্তর : কোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ঐ

ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অনুমতি ব্যতীত নকল করাকে সফটওয়্যার

পাইরেসি (Software Piracy) বলা হয়। এটি একটি নৈতিকতা বিরােধী কাজ।


People Also Searches

hsc ict question bank pdf

hsc ict chapter 4 question

hsc ict mcq questions and answers pdf

hsc ict question bank pdf

hsc ict question pdf

hsc ict srijonshil question

hsc ict model question

hsc ict mcq 1st chapter

hsc ict chapter 4 question

hsc ict chapter-3 mcq pdf



HSC Questions and Answers PDF 2022  ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত  প্রশ্ন ও উত্তর )

প্রশ্ন ১৫। কপিরাইট আইনের লক্ষ্য কী?

উত্তর : কপিরাইট আইনের লক্ষ্য হলাে স্রষ্টা বা মালিকের তার সৃষ্টি

অধিকারত্ব প্রদান করা এবং তার সৃষ্টির সুরক্ষা প্রদান করা।

প্রশ্ন ১৬। বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন চালু হয়েছে?

উত্তর : বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন চালু হয়েছে ।


প্রশ্ন ১৭। সাধারণত কম্পিউটারের কোন অংশের ক্ষেত্রে ট্রাবলশুটিং

কথাটি ব্যবহৃত হয়ে থাকে?

উত্তর : সাধারণত কম্পিউটারের হার্ডওয়্যার অংশের ক্ষেত্রে ট্রাবলশুটি=

কথাটি ব্যবহৃত হয়ে থাকে।

প্রশ্ন ১৮। BSA এর পূর্ণরূপ কোনটি?

উত্তর : BSA এর পূর্ণরূপ হলাে Business Software Alliance ।

প্রশ্ন ১৯ । RAM কী?

উত্তর : RAM হলাে কম্পিউটারের অস্থায়ী তথ্যের ভাণ্ডার যেখানে কম্পিউটারের প্রতি মুহূর্তে চলমান সব ডাটা এবং তথ্য সংরক্ষণ করা হয় ।



প্রশ্ন ২০। কম্পিউটার মনিটর কী ধরনের ডিভাইস?

উত্তর : কম্পিউটারের মনিটর আউটপুট ডিভাইস।

প্রশ্ন ২১। একটি কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম লেখ।

উত্তর : একটি কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম হলাে— Windows

Operating System

প্রশ্ন ২২। কম্পিউটারের একটি আউটপুট যন্ত্রের নাম লেখ।

উত্তর : কম্পিউটারের একটি আউটপুট যন্ত্রের নাম হলাে প্রিন্টার ।

প্রশ্ন ২৩। ইনপুট কাকে বলে?


উত্তর : ইনপুট হলাে প্রােগ্রাম ও ডাটা গ্রহণকারী কম্পিউটারের অংশ।

প্রশ্ন ২৪। মেমােরি বা স্মৃতি কী?

উত্তর : ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারককে কম্পিউটারের

মেমােরি বা স্মৃতি।


HSC Questions and Answers PDF 2022  ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত  প্রশ্ন ও উত্তর )


প্রশ্ন ২৫। একটি মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইটের নাম লেখ ।

উত্তর : একটি মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইটের নাম হলাে টুইটার (twitter)।

প্রশ্ন ২৬। সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?

উত্তর : সমস্যার উৎস নির্ণয়ের প্রক্রিয়াকে বলে ট্রাবল শুটিং।

প্রশ্ন ২৭।কপিরাইট আইনের লক্ষ্য কী?

উত্তর : কপিরাইট আইনের লক্ষ্য হলাে স্রষ্টা বা মালিকের তার সৃষ্টি

অধিকারত্ব প্রদান করা এবং তার সৃষ্টির সুরক্ষা প্রদান করা।


প্রশ্ন ২৮। কয়েকটি সামাজিক নেটওয়ার্কিং সাইটের নাম লেখ

উত্তর : কয়েকটি সামাজিক নেটওয়ার্কিং সাইটের নাম হলাে ফেসবুক,

টুইটার, ইনস্টাগ্রাম, গুগলপ্লাস, মাইস্পেস, ডিগ, লিংকডইন।

প্রশ্ন ২৯। Narcissism কাকে বলে?

উত্তর : সব মানুষের ভিতরেই নিজেকে প্রকাশ করার একটা ব্যাপার

রয়েছে কিংবা নিজেকে নিয়ে মুগ্ধ থাকার এক ধরনের গুপ্ত আকাক্ষা

থাকে, সেটাকে মনােবিজ্ঞানের ভাষায় Narcissism বলে ।

প্রশ্ন ৩০। আসক্তি বলতে কী বােঝানাে হয়?


উত্তর : আসক্তি বলতে বােঝায় যখন একজন ব্যক্তি বা ব্যবহাকারী জানে

সে যে কাজটি করছে তা সঠিক নয় তারপরও সে কাজটি ছাড়তে পারে

। অর্থাৎ কাজটি না করে থাকতে পারে না ।

প্রশ্ন ৩১। সামাজিক নেটওয়ার্কের সাইটগুলাের সাফল্য নির্ভর করে কিসের উপর?

উত্তর : সামাজিক নেটওয়ার্কের সাইটগুলাের সাফল্য নির্ভর করে সাইটগুলাে

কুতাে দক্ষতার সাথে এটি ব্যবহারকারীদের চাহিদা পূরণ করতে পারে।

প্রশ্ন ৩২। কখন কম্পিউটার গেম একটি সুস্থ বিনােদনের মতাে কাজ করে?

উত্তর : কম্পিউটার গেমকে যদি বিনােদন হিসেবে গ্রহণ করে একে মাত্রার

ভিতর ব্যবহার করা হয় তবে কম্পিউটার গেম সুস্থ বিনােদনের মতাে

কাজ করে।



HSC Questions and Answers PDF 2022  ( এইচ এস সি ২০২২ সালের আইসিটি সংক্ষিপ্ত  প্রশ্ন ও উত্তর )

প্রশ্ন ৩৩। সামাজিক নেটওয়ার্কের সাইট কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে?

উত্তর : সামাজিক নেটওয়ার্কের সাইট একে অন্যের সাথে যােগাযােগ

করতে এবং একটা বিশেষ আদর্শ বা মতবাদকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে

প্রশ্ন ৩৪। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে?

উত্তর : ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেট প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত

প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয় ।

প্রশ্ন ৩৫। কয়েকটি সামাজিক নেটওয়ার্কিং সাইটের নাম লেখ।

উত্তর : কয়েকটি সামাজিক নেটওয়ার্কিং সাইটের নাম হলাে ফেসবুক,

টুইটার, ইনস্টাগ্রাম, গুগলপ্লাস, মাইস্পেস, ডিগ, লিংকডইন।

প্রশ্ন ৩৬। ভাইরাস কোন কোন মাধ্যম ব্যবহারে ছড়িয়ে পড়তে পারে?

উত্তর : ভাইরাস সিডি বা ডিভিডি, পেনড্রাইভ, হার্ডডিস্ক, ইন্টারনেট

মাধ্যমসমূহ ব্যবহারে ছড়িয়ে পড়তে পারে ।

প্রশ্ন ৩৭। বহুল প্রচলিত একটি সামাজিক যােগাযােগের সাইটের নাম বল।

উওর : Facebook,


পরবর্তী অধ্যায়ের প্রশ্ন ও সাজেশন পেতে এখানে ক্লিক করুন

 

People Also Searches

hsc ict question bank pdf

hsc ict chapter 4 question

hsc ict mcq questions and answers pdf

hsc ict question bank pdf

hsc ict question pdf

hsc ict srijonshil question

hsc ict model question

hsc ict mcq 1st chapter

hsc ict chapter 4 question

hsc ict chapter-3 mcq pdf

 




Post a Comment

1 Comments