ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর । Islamic Quiz Questions And Answer

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি । আমরা ধারাবাহিকভাবে আমাদের ব্লগে ইসলামিক বিভিন্ন প্রশ্ন-উত্তর নিয়ে নিয়মিত পোস্ট করতেছি ।

আপনারা আমাদের পোস্টগুলো পড়ে উপকৃত হলে পোস্টগুলো শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।

Related searches ইসলামিক কুইজ প্রশ্নোত্তর, ইসলামিক কুইজ বাংলা, ইসলামিক শর্ট প্রশ্ন উত্তর, ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর mcq, ইসলামিক কুইজ বই, ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, ইসলামিক প্রশ্ন ও উত্তর, ইসলামিক সাধারণ জ্ঞান pdf,

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর


ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের পর্ব চলুন শুরু করা যাক।


প্রশ্নঃবদর যুদ্ধ কখন সংঘটিত হয়?

উত্তরঃ  বদর যুদ্ধ দ্বিতীয় হিজরীর ১৭ রমজান অর্থাৎ ১৬ই জানুয়ারি ৬২৪ খ্রিস্টাব্দে।


প্রশ্নঃ মুসলমানদের কোন প্রসিদ্ধ যুদ্ধে আবু জাহেল নিহত হয়েছিলেন?

উত্তরঃ মুসলমানদের প্রসিদ্ধ বদর যুদ্ধে আবু জাহেল নিহত হয়েছিলেন।


প্রশ্নঃ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যে সকল অভিযানে উপস্থিত ছিলেন তার মধ্যে কয়টি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়?


উত্তরঃ মহানবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল যুদ্ধে উপস্থিত ছিলেন তার মধ্যে নয়টি যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়।

আরো পড়ুন - ইসলামিক কুইজ প্রশ্নোত্তর

প্রশ্নঃ কোন নবীকে খাতামুন নবীয়ান বলা হয়?

উত্তরঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবীয়ান বলা হয়।


প্রশ্নঃ কোরআন ও হাদিসের দলিল অনুযায়ী দাজ্জালের কোন চোখটি কানা হবে?

উত্তরঃ  কোরআন হাদিসের আলোকে স্পষ্টতা জানা যায় দাজ্জালের ডান চোখটি কানা হবে।

আরো পড়ুন- নবীজি  সাঃ এর জীবনী কুইজ


প্রশ্নঃ কোরআন হাদিসের আলোকে জান্নাতে কাদের সংখ্যা হবে বলে প্রমাণ পাওয়া যায়?

উত্তরঃ  কোরআন হাদিসের আলোকে জান্নাতে দরিদ্রদের সংখ্যা সবচেয়ে বেশি হবে বলে প্রমাণ পাওয়া যায়।

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর


প্রশ্নঃ ইবাদতের নামে নতুন কিছু সৃষ্টি করাকে কি বলা হয়?

উত্তরঃ  ইবাদতের নামে নতুন কিছু সৃষ্টি করাকে বিদআত বলা হয়।


প্রশ্নঃ জান্নাতি মানুষদের বয়স কত হবে বলে জানা যায়?

উত্তরঃ জান্নাতি সকল ব্যক্তিদের মানুষ ৩৩ বছর হবে বলে জানা যায়।


আরো পড়ুন - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর Pdf


প্রশ্নঃ কোন সাহাবীর রাঃ কে জীবন্ত শহীদ বলা হতো?

উত্তরঃ  হযরত তালহা বিন ওবায়দুল্লাহ রাঃ কে জীবন্ত শহীদ বলা হতো।


প্রশ্নঃ ইমাম মাহদী আলাইহিস সাল্লাম আগমনের পর কাদের নেতৃত্ব দেবেন বলে জানা যায়?

উত্তরঃ ইমাম মাহদী আলাইহিস সাল্লাম পৃথিবীতে আগমনের পর মুসলমানদের নেতৃত্ব দেবেন বলে জানা যায়।


প্রশ্নঃ কোন তিনটি সূরা ঘুমানোর পূর্বে পড়া বা তেলাওয়াত করা অধিক ফজিলতপূর্ণ?

উত্তরঃ  ঘুমানোর পূর্বে সূরা ফালাক, সূরা নাস ও সূরা ইখলাস পড়া অধিক ফজিলতপূর্ণ।


প্রশ্নঃ হাদিস কি বা কাকে বলে?

উত্তরঃ  হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা কাজ এবং মৌন সম্মতিকে হাদিস বলা হয়। অর্থাৎ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ নিজে করেছেন এবং মানুষকে করতে উৎসাহ দিয়েছেন এছাড়াও যে সকল কাজে তিনি অন্যদের উৎসাহ দিয়েছেন সেগুলোকে হাদিস বলা হয়।

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর pdf

Related searches

ইসলামিক শর্ট প্রশ্ন উত্তর
ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর
ইসলামিক সাধারণ জ্ঞান বই
ইসলামিক সাধারণ জ্ঞান pdf
ইসলামিক জটিল প্রশ্ন
ইসলাম সম্পর্কে প্রশ্ন ও উত্তর
সরাসরি ইসলামিক প্রশ্ন ও উত্তর


প্রশ্নঃ ইসলামের মূল ভিত্তি বা বুনিয়াদ কয়টি ও কি কি?

উত্তরঃ ইসলামের বুনিয়াদ হল পাঁচটি । যথাঃ কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত।


প্রশ্নঃ এক মুসলমানের সাথে অপর মুসলমানের দেখা হলে কি করতে হয়?

উত্তরঃ  এক মুসলমানের সাথে অপর মুসলমানের দেখা হল হলে সালাম বিনিময় করতে হয়। অর্থাৎ বলতে হয় আস-সালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অপরজন বলবে ওয়ালাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।


প্রশ্নঃ কাদের সাথে সালাম বিনিময় করতে হয়?

উত্তরঃ পরিচিত অপরিচিত সকলের সাথে সালাম বিনিময় করতে হয় । এছাড়াও আমরা অনেকেই নিকটাত্মীয় বা আপনজনদের সাথে সালাম বিনিময় করতে চাই না ।


কিন্তু এটা মোটেও ঠিক না। বিশেষ করে পিতা-মাতা স্ত্রী স্বামী, ভাই বোন্, শিক্ষক, ছোট বড়, পরিচিত অপরিচিত সকলের সাথে সালাম বিনিময় করা প্রয়োজন।


প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের ব্লগে নতুন নতুন ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পেতে আমাদের পোস্টগুলো আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখুন ধন্যবাদ।


Related searches

Islamic quiz with answers pdf
Islamic quiz on prophets with answers
Islamic quiz questions and answers in Urdu
Easy Islamic quiz questions and answers
Quran quiz questions and answers
Islamic history questions and answers
Islamic quiz for kids
Islamic questions

Post a Comment

0 Comments