ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর । Islamic Quiz Bangla MCQ

ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর । Islamic Quiz Bangla MCQ

ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর । Islamic Quiz Bangla MCQ


ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর । Islamic Quiz Bangla MCQ


ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর এর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা নিয়মিত ধারাবাহিক ইসলামিক কুইজ প্রশ্নোত্তর এর সকল পর্ব আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং হচ্ছে।

সুতরাং আপনি যদি ইসলামিক কুইজ প্রেমী হয়ে থাকেন তবে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলো আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ( যেমন facebook ) শেয়ার করে নিয়মিত আপডেট পেতে থাকুন ।


ধারাবাহিক ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের আজকে পর্বে আমরা আমাদের রাসুলুল্লাহ সাঃ এর জীবনী থেকে কিছু কুইজ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করি।

ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর । Islamic Quiz Bangla MCQ


প্রশ্ন- আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাঃ এর দাদার নাম কি?

উত্তর - আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম হযরত আব্দুল মুত্তালিব।

আরো পড়ুন- নবীজি  সাঃ এর জীবনী কুইজ


প্রশ্ন- আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাঃ এর দুধ মাতার নাম কি?

উত্তর- আমাদের রাসুলুল্লাহ সাঃ এর দুধ মাতার নাম হালিমা।


প্রশ্ন - আমাদের রাসুলুল্লাহ সাঃ কোন বংশের জন্মগ্রহণ করেন?

উত্তর- আমাদের রাসুলুল্লাহ সাঃ কুরাইশ বংশের জন্মগ্রহণ করেন।


প্রশ্ন - রাসূল সাঃ কোথায় এবং কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর - রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের জন্মগ্রহণ করেন।


প্রশ্ন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন গুহায় থাকাকালীন পবিত্র কুরআন নাযিল হয়?

উত্তর - আমাদের রাসুলুল্লাহ সাঃ হীরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন পবিত্র কুরআন নাযিল হয়।


প্রশ্ন - হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন রাসুলুল্লাহ সাঃ এর কাছে সর্বপ্রথম কোন সূরার কত আয়াত নাজিল হয়?


উত্তর- রাসূলুল্লাহ সাঃ হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন সর্বপ্রথম সূরা আলাক এর প্রথম পাঁচ আয়াত নাজিল হয়।


প্রশ্ন - রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজকর্ম ও মৌন সম্মতিকে কি বলে?

উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম ও মৌন সম্মতিকে হাদিস বলে।


প্রশ্ন- আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন?

উত্তর - আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন।

আরো পড়ুন - ইসলামিক স্ট্যাটাস বাংলা 

প্রশ্ন - আল-আমিন কার উপাধি ছিল?

উত্তর আল আমিন অর্থাৎ বিশ্বাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপাধি ছিল।


প্রশ্ন- জাহান্নামে ফেরেশতাদের সংখ্যা কতজন হবে?

উত্তর জাহান্নামে ফেরেশতাদের সংখ্যা হবে ১৯ জন।


প্রশ্ন - জান্নাতের সুগন্ধ কত দূরের পথ থেকে মানুষ অনুভব করবে?

উত্তর জান্নাতের সুগন্ধ মানুষ ১০০ বছরের পথ থেকে পাবে।


প্রশ্ন - ইসলামী শরীয়া মতে কয়টি উটের যাকাত দিতে হয়?

উত্তর - ইসলামী শরিয়া মতে ৫টি উটে যাকাত ফরজ ।

আরো পড়ুন - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর PDF


প্রশ্ন - পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখি এই রোজা কত হিজরীতে ফরজ করা হয়েছিল?

উত্তর পবিত্র মাহে রমজান মাসে আমরা যে রোজা রাখি এই রোজা দুই হিজরিতে ফরজ করা হয়েছিল।


প্রশ্ন - নবী করিম সাঃ এর উপনাম কি ছিল?

উত্তর - নবী করিম সাঃ এর উপনাম আবুল কাশেম ছিল ।


প্রশ্ন - ঐতিহাসিক বদর যুদ্ধে মুসলমানদের মোট সংখ্যা কতজন ছিল?

উত্তর ঐতিহাসিক বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন।


প্রশ্ন - ঐতিহাসিক বদরের প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেখানে মোট কতজন সাহাবা শহীদ হয়েছিল?

উত্তর - ঐতিহাসিক বদরের প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেখানে মোট 14 জন সাহাবা শহীদ হয়েছিলেন।


প্রশ্ন- পবিত্র কোরান ও হাদিসের আলোকে আল্লাহর আরশ এর নিচে কোন জান্নাত অবস্থিত রয়েছে?

উত্তর পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফেরদাউস অবস্থিত রয়েছে।

আরো পড়ুন - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর 


উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

দুনিয়াতে যে সকল ব্যক্তি ভাল কাজ করে যাবে তাদের জন্য রয়েছে পরম শান্তি ও সুখের স্থান জান্নাত । এবং দুনিয়াতে যে সকল ব্যক্তি পাপ অন্যায় অবিচার ও জুলুমের সাথে জড়িত থাকবে তার জন্য আল্লাহ তা'আলা নির্ধারণ করে রেখেছেন চির কষ্টময় ও দুঃখের জায়গা জাহান্নাম ।

যেখানে তারা চিরকাল থাকবে, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই সেটি হচ্ছে আখিরাতের জীবন । আখিরাতের জীবন সম্পর্কে মানবজাতিকে সচেতন করার জন্য যুগে যুগে আল্লাহতালা অসংখ্য নবী রাসুলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে পথপ্রদর্শন করার জন্য ।

কেউ কেউ সঠিক পথ গ্রহণ করলেও অধিকাংশই পথভ্রষ্টদের দলভুক্ত হয়েছে এবং আল্লাহু তালার প্রেরিত নবী-রাসূলগণকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন ।


প্রশ্ন - জাহান্নামে সবচেয়ে হালকা এবং সর্বনিম্ন আজাব কার হবে?

উত্তর - জাহান্নামের সবচেয়ে হালকা এবং সর্বনিম্নমানের আযাব হবে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবের।


প্রশ্ন - যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসুলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রশ্ন হল পৃথিবীতে প্রেরিত মোট কতজন নবীর নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে ।


উত্তর- যুগে যুগে আল্লাহতালা অসংখ্য নবী-রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য আর পবিত্র কোরআনে উল্লেখিত মোট নবীর নাম রয়েছে 25 জন।

Post a Comment

0 Comments