অষ্টম শ্রেণির পড়াশোনা - [ প্রতিটি বিভাগ হতে কমপক্ষে ১টি মোট ৩টি সৃজনশীল প্রশ্নের সমাধান কর ]

 অষ্টম শ্রেণির পড়াশোনা - [ প্রতিটি বিভাগ হতে কমপক্ষে ১টি মোট ৩টি সৃজনশীল প্রশ্নের সমাধান কর ]

অষ্টম শ্রেণির পড়াশোনা

অষ্টম শ্রেণির পড়াশোনা 

সময়: ১.১০ মিনিট        পূর্ণমান: ৩০

[ প্রতিটি বিভাগ হতে কমপক্ষে ১টি মোট ৩টি সৃজনশীল প্রশ্নের সমাধান কর ]

অষ্টম শ্রেণির পড়াশোনা 

ক- বিভাগ : পাটিগণিত

১। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সে.মি.এবং ৯৬০ সে.মি.।

ক) ৬৭২ এর মৌলিক গুণনীয়ক গলো লেখ।    

খ) পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?

গ) প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণইয় কর।  


আরো পড়ুন - ইসলাম ও নৈতিক শিক্ষা (বহুনির্বাচনি)

   

অষ্টম শ্রেণির পড়াশোনা 

২।রাকিব সাহেব তাঁর সম্পত্তির ১/৮ অংশ স্ত্রীকে, ১/২ অংশ পুত্রকে ও ১/৪ অংশ মেয়েকে দান করলেন। তাঁর অবশিষ্ট সম্পত্তির মূল্য ৬০,০০০ টাকা।

ক) রাকিব সাহেব মোট কত অংশ দান করলেন?  

খ) তাঁর মোট সম্পত্তির মূল্য কত টাকা।    

গ) প্রত্যেকের সম্পত্তির মূল্য নির্ণয় কর।       

অষ্টম শ্রেণির পড়াশোনা 

খ-বিভাগ : বীজগণিত 

৩। একটি শার্টের দাম x টাকা,একটি প্যান্টের দাম y টাকা এবং এক  জোড়া জুতার দাম z টাকা।

ক) 5টি শার্টের দাম কত ?   

খ) 3টি শার্ট ও 4টি প্যান্টের মোট দাম কত ?     

গ) 8টি শার্ট, 3টি প্যান্ট ও 4 জোড়া জুতার দাম কত ?    

অষ্টম শ্রেণির পড়াশোনা 

৪। a=1,b=2,c=3  হলে,

ক) c^2  এর মান নির্ণয় কর।    

খ) a^2+ b^2+c^2  এর মান নির্ণয় কর।    

গ) দেখাও যে, a^2-b^2=(a+b)(a-b)      

অষ্টম শ্রেণির পড়াশোনা 

গ- বিভাগ : পরিসংখ্যান

৫। তোমাদের ৬ষ্ঠ শ্রেণির ২০ জন শিক্ষার্থীর ওজন ( কেজিতে ) নিম্নরূপ:

৫০,৪০,৪৫,৪৭,৫০,৪২,৪৪,৪০,৫০,৫৫,৪৪,৫৫,৫০,৪৫,৪০,৪৫,৪৮,৫২,৫৫,৫৬।

ক) উপাত্তগুলো বিন্যস্ত কর।    

খ) উপাত্তগুলোর মধ্যক নির্ণয় কর।

গ) বর্ণিত উপাত্তসমুহের গড় নির্ণয় কর।

Post a Comment

0 Comments