অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় বাংলা ( Srijonshil Question for Class 8 )

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় বাংলা  ( Srijonshil Question for Class 8 )

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় বাংলা  ( Srijonshil Question for Class 8 )

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় বাংলা  ( Srijonshil Question for Class 8 )

সময়: ২ঘন্টা ৩০ মিনিট      পূর্ণমান: ৭০

ক-গদ্যাংশ


যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও :

সৃজনশীল প্রশ্ন-১ । স্টিভ জবস নিজে কলেজের পাঠও চুকোতে পারেননি। রীড কলেজে ভর্তি হওয়ার মাত্র ছয় মাসের মধ্যে তিনি ড্রপ আউট হয়ে যান। তারপর কোকের বোতল কুড়িয়ে পাঁচ সেন্টের বিনিময়ে খাওয়ার খরচ জোটানো শুরু করেন।বন্ধু-বান্ধব ও তার পরিবারের সদস্যদের আচরণ তাকে দারুণভাবে আহত করে সারাদিন দৌড়াদৌড়ি করে রাতে বন্ধুদের মেঝেতে মরার মতো ঘুমানো স্টিভ জবস-ই আজ এপল কোম্পানির মালিক, যেখানে চার হাজারেরও বেশি মানুষ কাজ করছে।
 

ক) একটি স্নেহের কথা – এর পরের চরণটি লেখ। ১

খ) শুভ্র চিন্তা বলতে কী বোঝানো হয়েছে? ২

গ) উদ্দীপকে উল্লেখিত স্টিভ জবস এর বন্ধু-বান্ধব ও তার পরিবারের সদস্যেদের আচরণ “পাছে লোকে 

কিছু বলে” কবিতার কোন দিককে ফুটিয়ে তোলে? ব্যাখ্যা কর। ৩

ঘ) “উদ্দীপকের স্টিভ জবস-ই কামিনী রায়ের কাঙ্ক্ষিত মানুষ।” - উক্তিটি মূল্যায়ন কর। ৪

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় বাংলা  ( Srijonshil Question for Class 8 )


সৃজনশীল প্রশ্ন-২। ঐতিহ্যবাহী ফুলপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহানা তার বিদ্যালয়ের সুনাম নিয়ে গর্ব করে। কিন্তু শ্রেণিকক্ষ অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকার ব্যাপারটি তাকে ভীষণ পীড়া দেয়। বিষয়টি শ্রেণিশিক্ষককে জানালে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তার ওপর উদ্দীপনামূলক এক বক্তৃতা করেন এবং ছুটির পর সবাইকে থাকতে বলেন। 

চরম উত্তেজনা নিয়ে সবাই অপেক্ষা করে, কিন্তু স্যারের দেখা নেই। খোঁজ নিয়ে জানা গেল- তিনি বাসায় চলে গেছেন। শাহানা মর্মাহত হয় এবং বিষয়টি নিয়ে ভাবতে থাকে। পরদিন পরিকল্পনামাফিক শ্রেণির শিক্ষার্থীদেরকে সে কয়েকটি দলে ভাগ করে এবং ছুটির পর পালাক্রমে এক একটি দল শ্রেণিকক্ষটি পরিষ্কার করতে শুরু করে। তারা শ্রেণিকক্ষের দেয়ালে বিভিন্ন মনীষীর ছবি টানিয়ে দেয়। ফলে শ্রেণিকক্ষটি আকর্ষণীয় ও পাঠের উপযোগী হয়ে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষ শাহানাদের ভীষণ প্রশংসা করেন এবং পুরস্কারের ব্যবস্থা করেন।

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় বাংলা  ( Srijonshil Question for Class 8 )


ক) ‘দশচক্রে ভগবান ভূত' কথাটির অর্থ কী? ১

খ) ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘পুষ্পবিহীন সৌরভ’ বলতে কী বোঝানো হয়েছে? ২

গ) উদ্দীপকের শ্রেণিশিক্ষকের মধ্যে ‘ভাব ও কাজ' প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর। ৩

ঘ) শ্রেণিশিক্ষক নন, শাহানাই কাজী নজরুল ইসলামের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব— ‘ভাব ও কাজ' প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা যাচাই কর। ৪

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় বাংলা  ( Srijonshil Question for Class 8 )


সৃজনশীল প্রশ্ন-৩। সদ্য বিবাহিত মনির সাহেব নতুন বাসায় উঠলে পাশের বাসার হাশেম সাহেব বললেন, “এঘরে ভূত আছে, রাতে নানান রকম শব্দ হয়, আপনি এ বাসায় কীভাবে থাকবেন?” এসব শুনে তিনি ভয় পেয়ে যান। রাতে ঘুমাতে গিয়ে হাশেম সাহেবের কথার সত্যতা মিলে। পরদিন কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারেন ওপরের তলায় নানা বয়সী তিনটি বাচ্চা গভীর রাত পর্যন্ত খেলাধুলায় ব্যস্ত থাকে। এ শব্দগুলিকেই সবাই ভূত মনে করে ভয় পেতো।
 

ক. কিছু পয়সা বাঁচানোর জন্য পরেশ বাপের ছবিতে কী এনে ছেড়েছে? ১

খ) “মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে যে নগেন নয়”- ব্যাখা কর । ২

গ) উদ্দীপকের হাশেম সাহেবের সাথে তৈলচিত্রের ভূত’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। ৩

ঘ) “উদ্দীপকের মনির সাহেব এবং তৈলচিত্রের ভূত' গল্পের পরাশর ডাক্তার বিজ্ঞানমনস্ক ব্যক্তি।”- বিশ্লেষণ কর। ৪

 

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় বাংলা  ( Srijonshil Question for Class 8 )


খ- কবিতাংশ


যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও :

সৃজনশীল প্রশ্ন-৪। হোসেন একজন বর্গাচাষী। অন্যের জমি চাষাবাদের মাধ্যমে তার সংসার চলে। একমাত্র মেয়ে রহিমাকে লেখাপড়া শেখানোর জন্য স্কুলে পাঠায়। কিন্তু বিত্তবান রহমত আলী বিষয়টা ভালোভাবে নেয় না। ষড়যন্ত্র করে রহমত তাকে ভিটে-মাটি ছাড়া করে। হোসেন নিরুপায় হয়ে দূর গ্রামে চলে যায়। রহমত আলীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে অমিত পিতার কর্মকাণ্ডে বিব্রত ও লজ্জিত হয় এবং পিতাকে এ ধরনের অমানবিক আচরণ থেকে বিরত করে হোসেনকে তার ভিটায় ফেরার ব্যবস্থা করে।
 

ক) ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন কত দিন পর ভিটে-মাটি ছেড়ে পথে বের হলো? ১

খ) ‘তুমি মহারাজ সাধু হলে আজ’- একথা বলার কারণ কী? ২

গ) উদ্দীপকের রহমত আলীর সাথে ‘দুই বিঘা জমি' কবিতার সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা কর। ৩

ঘ) ‘দুই বিঘা জমি' কবিতার উপেন যদি উদ্দীপকের হোসেনের অবস্থায় পড়তেন তাহলে উপেনকে ভিটে-মাটি হারাতে হতো না।- মনতব্যটি বিশ্লেষণ কর। ৪


অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় বাংলা  ( Srijonshil Question for Class 8 )



সৃজনশীল প্রশ্ন -৫।

“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।”

ক) বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী? ১

খ) 'সেই ধন্য নরকুলে'- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? ২

গ) উদ্দীপকে 'বঙ্গভূমির প্রতি' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩

ঘ) “উদ্দীপকে ফুটে ওঠা দিকটি ছাড়াও’ ‘বঙ্গভূমির প্রতি' কবিতায় আরো নানা দিকের সমাবেশ ঘটেছে'- মন্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয় বাংলা  ( Srijonshil Question for Class 8 )


সৃজনশীল প্রশ্ন -৬।

করিম ও রহিম দুই ঘনিষ্ঠ বন্ধু। টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলেন। কাউন্টারে এক লক্ষ টাকার চেক দিলে ক্যাশিয়ার সাহেব ভুলে দশ হাজার টাকা বেশি দিলেন। দুই বন্ধু বাসায় এসে দেখলেন দশ হাজার টাকা বেশি। করিম সাহেব বললেন অতিরিক্ত টাকা আমরা ফেরত দিব না। নিজেরা খরচ করব। কিন্তু রহিম সাহেব বললেন বাকি টাকা ফেরত দিব। কেননা এ অতিরিক্ত টাকার জন্য ক্যাশিয়ার সাহেবের চাকরি চলে যেতে পারে। পরে দুই বন্ধু মিলে টাকাগুলি ফেরত দিলেন ।
 
  

ক) ‘পড়ে পাওয়া’ গল্পে কে সকলের সংশয় দূর করে দিল? ১

খ) অম্বরপুরের কাপালিরা সর্বস্বান্ত হয়েছে কীভাবে? ২

গ) উদ্দীপকের করিম ও রহিম ‘পড়ে পাওয়া' গল্পের কাদের প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর। ৩

ঘ) উদ্দীপকের ক্যাশিয়ার ও ‘পড়ে পাওয়া' গল্পের কাপালি একই সূত্রে গাঁথা-বিশ্লেষণ কর। ৪

আরো পড়ুন-

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয়ঃ বাংলা নির্মিতি অংশ

অষ্টম শ্রেণির পড়াশোনা - বিষয়ঃ বাংলা বহুনির্বাচনি


Post a Comment

0 Comments