Header Ads Widget

Islamic Quiz Questions and Answers in Bengali PDF - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর।

Islamic Quiz Questions and Answers in Bengali PDF - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর। . আমাদের ওয়েব সাইটে নিয়মিত ইসলামিক প্রশ্নোত্তর/ পোস্ট সহ সকল প্রকার শিক্ষণীয় বিষয় নিয়মিত প্রকাশ করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে কিছু ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। 

''Related searches''

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, সরাসরি ইসলামিক প্রশ্ন ও উত্তর, ইসলামিক জটিল প্রশ্ন , ইসলামিক কুইজ প্রতিযোগিতা ২০২২, ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা, গুগল প্রশ্ন ও উত্তর, ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর pdf, ইসলামিক প্রশ্ন উত্তর ওয়েবসাইট।

Read More - Top 10 Charity Organisation in 2022

Islamic Quiz Questions and Answers in Bengali PDF - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর।


Islamic Quiz Questions and Answers in Bengali PDF - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর। 

১। সর্বশেষ নবী কে ? 

উত্তর : সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)।

২। হযরত মুহাম্মদ (সা.) কোথায় জন্ম গ্রহণ করেন ?

উত্তর : ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন ।

৩।  প্রশ্ন : হযরত মুহাম্মদ (সা.)-এর পিতা-মাতার নাম কী ছিল ?

উত্তর : পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমেনা।

আরো পড়ুন - ইসলামিক প্রশ্ন ও উত্তর 

৪। প্রশ্ন- হযরত মুহাম্মদ (সা.) কোন বংশে জন্মগ্রহণ করেন?

উত্তর : হযরত মুহাম্মদ (সা.) কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন ।

৫। হযরত মুহাম্মাদ (সা.) কত বছর বয়সে নবুয়ত লাভ করেন ?

উত্তর : হযরত মুহাম্মদ (সা.) ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন।

৬। প্রশ্ন : হযরত মুহাম্মাদ (সা.) কত বছর বয়সে ইন্তেকাল করেন ?

উত্তর : হযরত মুহাম্মদ (সা.) ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন।

আরো পড়ুন - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর ২০২৩

৭।. প্রশ্ন : হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মােবারক কোথায় ?

উত্তর : হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মুবারক মদিনায়।

৮. প্রশ্ন : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে সবাই কী নামে ডাকত ?

উত্তর : হযরত মুহাম্মদ (সা.)-কে সবাই ‘আল-আমীন’ নামে ডাকত, কারন তিনি কখনও মিথ্যা কথা বলতেন না এবং সবাই তাঁকে বিশ্বাস করত।

৯। প্রশ্ন- আমরা কার দেখানো পথে চলব ? 

উত্তর : আমরা নবী-রাসূলের দেখানাে পথে চলব ।

আসমানি কিতাব- {Islamic Quiz Questions and Answers in Bengali PDF}

১০।  আসমানি কিতাব কাকে বলে ? (ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর)

উত্তর : মহান আল্লাহ নবী-রাসূলগণের নিকট যে সকল কিতাব প্রেরণ করেছিলেন সেগুলােকে আসমানি কিতাব বলা হয়।

১১। প্রশ্ন- আসমানি কিতাব সর্বমােট কতখানা ?

উত্তর : আসমানি কিতাব সর্বমােট ১০৪ খানা ।

আরো পড়ুন - ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর 

১২। প্রশ্ন : প্রধান আসমানি কিতাব কতখানা ও কী কী ?

উত্তর : প্রধান আসমানি কিতাব ৪টি। 

যথা- ১. তাওরাত, ২. যাবূর, ৩, ইনজীল ও ৪, কুরআন।

২২. প্রশ্ন : বড় চারখানা কিতাব কোন কোন নবীর উপর নাযিল হয় ?

উত্তর : তাওরাত- হযরত মূসা (আ.), যাবূর- হযরত দাউদ (আ.), ইনজিল- হযরত ইবরাহীম (আ.) এবং

কুরআন- হযরত মুহাম্মদ (সা.)-এর উপর নাজিল হয় ।

Read More - Top 10 Charity Organisation in 2022

১৩। প্রশ্ন : কোন কিতাব কোন ভাষায় নাজিল হয়েছিলো ?

উত্তর : তাওরাত- ইবরানি ভাষায়; যাকূর- উইনানি ভাষায়, ইনজিল- সুরইয়ানী ভাষায় এবং কুরআন- আরবি ভাষায় নাজিল হয়েছিলাে।

২৪. প্রশ্ন : সর্বশেষ আসমানি কিতাব কোনটি ?

উত্তর : সর্বশেষ আসমানি কিতাব পবিত্র আল কুরআন।

২৫. প্রশ্ন : আল কুরআন কীভাবে নাযিল হয় ?

উত্তর : আল কুরআন ফেরেশতা হযরত জিবরাঈল (আ.) আল্লাহর নিকট থেকে ওহী’র মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-এর নিকট পৌছে দেন।

নবীজি (সঃ) এর পিতা-মাতার জীবনী এখানে পড়ুন-

২৬. প্রশ্ন : কুরআন শরীফের কোন সূরা সর্বপ্রথম নাজিল হয় ?

উত্তর : সূরা-এ আলাক’-এর প্রথম পাঁচ আয়াত নাজিল হয়।

২৭. প্রশ্ন। : কুরআন শরীফের সবচেয়ে ছােট সূরা কোনটি ?

উত্তর : সূরা-এ কাওছার।

২৮. প্রশ্ন : কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটি ?

আরো পড়ুন- ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 

উত্তর : সূরা-এ বাকারা।

২৯. প্রশ্ন : কুরআন শরীফ অবতীর্ণ হতে কত বছর সময় লেগেছিল ?

উত্তর : মােট ২৩ বছর।

৩০. প্রশ্ন। : কুরআন শরীফে মােট কতটি আয়াত ও কতটি সূরা আছে ?

উত্তর : ৬৬৬৬টি আয়াত ও ১১৪টি সূরা আছে।

৩১. প্রশ্ন। মাক্কী সূরা কাকে বলে ?

উত্তর : যে সকল সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে তাকে মাক্কী সূরা বলে।

৩২. প্রশ্ন। : মাদানী সূরা কাকে বলে ?

উত্তর : যে সকল সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে তাকে মাদানী সূরা বলে ।

''Related searches''

Islamic quiz in Urdu, 

Islamic quiz questions Malayalam

Islamic Quiz games

Islamic Quiz bangla

Islamic quiz for kids

Islamic quiz Malayalam 2020

Whatsapp Islamic Quiz

Islamic Quiz in Hindi


হাদীস - {Islamic Quiz Questions and Answers in Bengali PDF}

৩৩, হাদীস কার বাণী ? (ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর )

উত্তর : হাদীস আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী ।

৩৪. প্রশ্ন-  হাদীস কাকে বলে ?

উত্তর : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কথা, কাজ ও সম্মতিকে হাদীস বলে।

৩৫. প্রশ্ন : হাদীস কত প্রকার ও কী কী ?

উত্তর : হাদীস তিন প্রকার । যথা- ১. কাওলি (নবীর কথা), ২. ফেলি (নবীর কাজ) ও ৩. তাকরিরি (নবীর সম্মতি)।

Read More - Google News

৩৬. প্রশ্ন : কয়টি হাদীসের কিতাবের নাম বল ।

উত্তর : বােখারী, মুসলিম, তিরমিযি, আবূ দাউদ, ইবনে মাজা ও নাসাঈ ।

৩৭. প্রশ্ন : ফেরেশতারা কীসের তৈরী ?

উত্তর : ফেরেশতারা নূরের তৈরী ।

৩৮. প্রশ্ন : ফেরেশ্তারা নারী না পুরুষ ?

উত্তর : ফেরেশতারা নারীও নয় পুরুষও নয়।

Read More - Top 10 Charity Organisation in 2022

৩৯. প্রশ্ন : ফেরেশতাদের সংখ্যা কত ?

উত্তর : ফেরেশতাদের সংখ্যা আল্লাহ তা'আলা ছাড়া কেউ জানে না।

৪০. প্রশ্ন : প্রধান ফেরেশতা কতজন ? তাদের নাম কী ?

উত্তর : ৪ জন। যথা- ১. হযরত জিবরাঈল (আ.), ২. হযরত মিকাঈল (আ.), ৩. হযরত আজরাঈল (আ.) ও ৪. হযরত ইসরাফীল (আ.)।

৪১. ত্বাহারাত কাকে বলে ?

উত্তর : সকল প্রকার অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন করাকে ত্বাহারাত বলে ।

৪২. | : পবিত্রতা অর্জন করার মাধ্যম কয়টি ও কী কী ?

উত্তর : পবিত্রতা অর্জনের মাধ্যম তিনটি । যথা- ১. অজু, ২. গােসল ও ৩. তায়ামুম ।

''Related searches''

ইসলামিক জটিল প্রশ্ন, 

ইসলামিক প্রশ্ন উত্তর গ্রুপ,

ইসলামিক প্রশ্ন ও উত্তর pdf download

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব, ইসলামিক কুইজ ২০২০

ইসলামিক প্রশ্ন উত্তর ওয়েবসাইট

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর pdf

ইসলামিক নলেজ কুইজ pdf

নবীজি (সঃ) এর পিতা-মাতার জীবনী এখানে পড়ুন-

অযু-  {Islamic Quiz Questions and Answers in Bengali PDF}

৪৩, অজু কাকে বলে ?  (ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর)

উত্তর : শরীর পাক পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গসমূহ ধৌত করাকে ওযু বলে।

৪৪, ৫ অজুর ফরয কয়টি ও কী কী ?

উত্তর : অজুর ফরয ৪টি । যথা :

১. সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 

২. দুই হাত কনুইসহ ধৌত করা। 

৩, মাথার চারভাগের একভাগ মাসেহ করা। 

8. উভয় পায়ের টাখনু (গিরা) সহ ধৌত করা।

৪৫. প্রশ্ন। ; অজু ভঙ্গের কারণ কয়টি ও কী কী ?

উত্তর : অজু ভঙ্গের কারণ ৭টি। যথা- 

১. পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনাে কিছু বের হওয়া ।

২. মুখ ভরে বমি করা। 

৩. শরীরে কোনাে স্থান হতে পূজ, রক্ত বের হয়ে গড়িয়ে পড়া। 

৪. থু-থু-এর সাথে রক্তের পরিমান কম বেশি হওয়া ।

৫, কোনাে কিছুর সাথে সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়া।

৬. নেশা জাতীয় কোনাে বস্তু পান করা।

৭. নামাজের মধ্যে উচৈচস্বরে হাসা ।

গোসল  -  {Islamic Quiz Questions and Answers in Bengali PDF}

৪৬. প্রশ্ন। ; গােসল কাকে বলে ?   (ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর)

উত্তর : পবিত্রতা অর্জন করার জন্য শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গ শরীয়তের নিয়ম অনুযায়ী ধৌত করাকে গােসল বলে।

৪৭. প্রশ্ন ; গােসলের ফরজ কয়টি ও কী কী ?

উত্তর : গােসলের ফরজ ৩টি । যথা : ১, গড়গড়াসহ কুলি করা। ২. নাকের

ভিতর পানি দিয়ে ভালােভাবে নাক সাফ করা। ৩, সমস্ত শরীর পানি দিয়ে ধৌত করা।


তায়াম্মুম-  {Islamic Quiz Questions and Answers in Bengali PDF}

৪৮. তায়াম্মুম কাকে বলে ?  (ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর)

উত্তর : পবিত্র পানির অভাবে ও ব্যবহারে অসুবিধা থাকলে পাক মাটি দ্বারা পবিত্রতা অর্জন করাকে তায়াম্মুম বলে।

৪৯. প্রশ্ন- তায়াম্মুম এর ফরজ কয়টি ও কী ?

উত্তর : তায়ামমুমের ফরজ ৩টি । যথা-

১. নিয়াত করা, ২, সমস্ত মুখমণ্ডল মাসেহ কা ও ৩, দুই হাতের কনুইসহ মাসেহ করা।

আজান-  {Islamic Quiz Questions and Answers in Bengali PDF}

৫০,  প্রশ্ন- আজান অর্থ কী ? (ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর)

উত্তর : আজান অর্থ আহ্বান করা।

৫১, প্রশ্ন-  যিনি আজান দেন তাকে কী বলা হয় ?

উত্তর : মুয়াজ্জিন বলা হয়।

৫২. প্রশ্ন: সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিলেন ?

উত্তর : হযরত বেলাল (রা.)।

৫৩. প্রশ্ন: আজানের বাক্যগুলাে কীভাবে পাওয়া যায় ?

উত্তর : স্বপ্নের মাধ্যমে।

৫৪. প্রশ্ : আজানের বাক্যগুলাে কে স্বপ্নে দেখেন ?

উত্তর : হযরত আবদুল্লাহ ইবনে যায়েদ।


''Related searches''

ইসলামিক জটিল প্রশ্ন, 

ইসলামিক প্রশ্ন উত্তর গ্রুপ,

ইসলামিক প্রশ্ন ও উত্তর pdf download

ইসলামিক প্রশ্ন উত্তর পর্ব, ইসলামিক কুইজ ২০২০

ইসলামিক প্রশ্ন উত্তর ওয়েবসাইট

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর pdf

ইসলামিক নলেজ কুইজ pdf

ইবাদত-  {Islamic Quiz Questions and Answers in Bengali PDF}

৫৫।প্রশ্ন- ইবাদত অর্থ কী ? (ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর)

উত্তর ; ইবাদত অর্থ প্রভুর দাসত্ব করা।

৫৬। প্রশ্ন-  ইবাদতকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী ?

উত্তর : ইবাদতকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। যথা-

১. শারীরিক ইবাদত। যেমন- নামাজ, রােজা।

২. আর্থিক ইবাদত। যেমন- জাকাত।

৩. শারীরিক ও আর্থিক ইবাদত। যেমন- হজ।

৫৭. নির্ধারিত ইবাদত কয়টি ও কী কী? 

উত্তর : নির্ধারিত ইবাদত ৪টি। যথা- ১. নামায ২, রােজা ৩, হজ্জ ও ৪, জাকাত।

৫৮. প্রশ্ন: সালাত অর্থ কী ?

উত্তর : সালাত শব্দের অর্থ নামাজ।

৫৯. প্রশ্ন- নামাজ কার হুকুম ?

উত্তর : নামাজ আল্লাহর হুকুম।

৬০৷ প্রশ্ন-  দৈনিক কয় ওয়াক্ত নামায ফরয ?

উত্তর : দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরয।

৬১. প্রশ্ন : পাঁচ ওয়াক্ত নামাজের নাম বল ?

উত্তর : ১. ফজর, ২. জোহর, ৩, আসর, ৪. মাগরিব ও ৫. এশা।

৬২. প্রশ্ন : নামাজের বাইরে ও ভিতরে কয় ফরজ ?

উত্তর : নামাজের বাইরে ও ভিতরে ১৪টি করজ। এ ব্রজসমূহকে আহকাম ও অকাল বলে।

৬৩, প্রশ্ন: নামাজের বাইরে কয় ফরজ ও কী কী ?

উত্তর : নামাজের বাইরে ৭ ফরজ। এগুলোকে নামাজের আহকাম বলে। যথা-

১. শরীর পাক হওয়া, ২. জায়গা পাক হওয়া, ৩. কাপড় পাক হওয়া,

৪. সতর ঢাকা, ৫. কিবলা মুখি হওয়া, ৬. ওয়াক্ত মত নামাজ আদায় করা ও ৭. নিয়ত করা।

৬৪. প্রশ্ন : নামাজের ভিতর কত ফরয ও কী কী ?

উত্তর : নামাজের ভিতর ৭ ফরয । এগুলােকে নামাজের আরকান বলে। যথা-

১. তাকবীরে তাহরীমা বলা, ২. কিয়াম (অর্থাৎ দাড়িয়ে নামাজ আদায়)

করা, ৩. ক্বিরাআত (অর্থাৎ কুরআন মাজীদ পাঠ) করা, ৪. রুকু করা,

৫. সিজদা করা, ৬. শেষ বৈঠক (অর্থাৎ শেষ বৈঠকে তাশাহহুদ পরিমান

অবস্থান) করা ও ৭. নামাজ হতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া।


''Related searches''

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, 

সরাসরি ইসলামিক প্রশ্ন ও উত্তর, 

ইসলামিক জটিল প্রশ্ন

ইসলামিক কুইজ প্রতিযোগিতা ২০২০, 

ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা, গুগল প্রশ্ন ও উত্তর

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর pdf

ইসলামিক প্রশ্ন উত্তর ওয়েবসাইট

হযরত বেলাল (রাঃ)এর ইসলামের জন্য কষ্ট সহ্য করা-


Post a Comment

2 Comments